শাহজাদ হোসেন, ফরাক্কা: পেটের তাগিদে কলকাতায় গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হল মুর্শিদাবাদের এক যুবকের। বাড়িতে মৃত্যু সংবাদ পৌঁছতেই কান্নার রোল পড়েছে সামসেরগঞ্জের অন্তরদীপা গ্রামে। মাত্র এক বছর আগেই বিয়ে হয়েছিল ওই যুবকের। সংসার চালানোর তাগিদে মাত্র ১১ দিন আগে রাজমিস্ত্রি কাজে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরে আসার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত ওই যুবকের নাম জসিম শেখ (২৪)।
জানা গিয়েছে, সামশেরগঞ্জের অন্তরদীপা গ্রামের যুবক জসিম শেখ। বাবা মারা গিয়েছেন বেশ কিছুদিন আগেই। তারপরেই কার্যত সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়ে বড় ছেলে জসিম শেখের উপর। বছর খানেক আগে বিয়েও করেছেন তিনি। বেশ কিছুদিন বাড়িতে ছিলেন তিনি। আশপাশে কাজের খোঁজ করছিলেন। অবশেষে পেটের তাগিদে ১১ দিন আগে কলকাতার জোকায় রাজমিস্ত্রি কাজে গিয়েছিল সামসেরগঞ্জের ওই যুবক।
[আরও পড়ুন: রাত বাড়লেই ফ্ল্যাটে ফুর্তির ফোয়ারা, হৈমন্তীর উদ্দাম জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন পড়শিরা]
পরিবার সূত্রে খবর, শনিবার বেলা দু’টো নাগাদ কাজে যাওয়ার পথে আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলে পড়ে যায় সে। বেশ কিছুক্ষন পর স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ততক্ষণে মৃত্যু হয় জসিম শেখেক। শহরে কাজে গিয়ে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নার রোল পড়েছে অন্তরদীপা গ্রামে।
রবিবারই দেহ ময়নাতদন্তের পর নিয়ে আসা হচ্ছে জসিম শেখের গ্রামের বাড়িতে। বাড়ির একমাত্র রোজগেরে সন্তানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।