সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশির খান (Musheer Khan)। সুপার সিক্সের ম্যাচে মুশির খানের দুরন্ত ১৩১ রানে ভারত বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলকে। মুশির খানের মারমুখী ব্যাটিং মন জিতে নিয়েছে ক্রিকেটভক্তদের। কিউয়িদের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ট্রেডমার্ক হেলিকপ্টার শট মারতে দেখা গিয়েছে। ম্যাসন ক্লার্কের বলে হেলিকপ্টার শট মেরেছেন মুশির। সেই শটের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। আপাতত মুশিরের হেলিকপ্টার শটেই মোহিত সবাই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিনিই এখন সর্বোচ্চ রান সংগ্রাহক।
মুশিরের দাদা সরফরাজ খান দুরন্ত ব্যাটিংয়ের জন্য ভারতের সিনিয়র দলে সুযোগ পেয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে ডাক পেয়েছেন মুশিরের দাদা সরফরাজ।
[আরও পড়ুন: বিমানে ঠিক কী হয়েছিল মায়াঙ্কের? আসল ঘটনা জানালেন কর্নাটক দলের টিম ম্যানেজার]
এদিকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে ভারত। কিউয়িদের বিরুদ্ধে মুশির ১২৬ বলে ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।মুশিরের ইনিংসে সাজান ছিল ১৩টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি। ২৯৫ রানের মধ্যে মুশির একাই সিংহভাগ রান করেন। ওপেনার আদর্শ সিং ৫২ রান করেন। বাকিরা অবশ্য সেভাবে রান পাননি। ৫০ ওভারে ভারত করে ৮ উইকেটে ২৯৫ রান। ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শেষ হয়ে যায় ৮১ রানে।