shono
Advertisement

মুশির একাই ১৩১, নিউজিল্যান্ড ৮১, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বিরাট জয় ভারতের

ভারতের সাওমি পাণ্ডে ১৯ রানের বিনিময়ে চারটি উইকেট নেন।
Posted: 08:21 PM Jan 30, 2024Updated: 09:30 PM Jan 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৯ (Under 19 World Cup) বিশ্বকাপের সুপার সিক্সে ভারত উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে। ২১৪ রানে ম্যাচ জিতল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। এই জয়ের পিছনে মুখ্য ভূমিকা রয়েছে সরফরাজ খানের ভাই মুশির খানের। ম্যাচের সেরাও তিনি। 
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। মুশির খান একাই ম্যাচের রং বদলে দেন।
ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দাদা সরফরাজ খান। ভাই মুশির (Musheer Khan) অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ মাতাচ্ছেন।কিউয়িদের বিরুদ্ধে ১২৬ বলে ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।মুশিরের ইনিংসে সাজান ছিল ১৩টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি। ২৯৫ রানের মধ্যে মুশির একাই সিংহভাগ রান করেন। ওপেনার আদর্শ সিং ৫২ রান করেন। বাকিরা অবশ্য সেভাবে রান পাননি। ৫০ ওভারে ভারত করে ৮ উইকেটে ২৯৫ রান। 

Advertisement

[আরও পড়ুন: ছোটবেলার বন্ধুর সব অভিযোগ ভিত্তিহীন, মানহানি মামলায় দিল্লি হাইকোর্টে আবেদন ধোনির]

জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের সামনে কেউই প্রতিরোধ গড়তে পারেননি। কিউয়ি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন অস্কার জ্যাকসন (১৯)। বাকিরা এলেন আর গেলেন। ভারতীয় বোলারদের মধ্যে সাওমি পাণ্ডে ১৯ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। কিউয়িরা শেষ হয়ে যায় ৮১ রানে। 

[আরও পড়ুন: একদা সতীর্থ বিরাট এখন ‘শত্রু’! কী বলছেন ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার নতুন নাইট স্টার্ক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement