সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই হয়তো বলে ‘নিজ ভূমে পরবাসী’। নিজের দেশেই একটি শহরে বাড়িভাড়া পাচ্ছেন না এক ব্যক্তি। বেশ কিছুদিন ধরেই কর্মসূত্রে মহারাষ্ট্রের (Maharashtra) পুণে (Pune) শহরে মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন তিনি। ন্যায্য ভাড়া দিতেও রাজি ওই ব্যক্তি, অতীতে অপরাধের রেকর্ড নেই। তার পরেও… এমনটা কেন?
আসলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ধর্ম। ওই ব্যক্তির নাম রিজওয়ান। সম্প্রতি তিনি পুণে শহরে থাকার মতো একটি জায়গা খুঁজছিলেন। বেশ কিছুদিনের চেষ্টার পরেও ব্যর্থ হন। ভাড়ার বিষয়ে সব কিছুতেই রাজি হন বাড়ির মালিকেরা। কিন্তু যেই শুনছেন তাঁর নাম রিজওয়ান, ওমনি পালটে যাচ্ছে ব্যবহার।
[আরও পড়ুন: ডায়মন্ড হারবারে বাড়ল বার্ধক্যভাতার আবেদন, নতুন বছরেই ভাতা পাবেন আরও ৭ হাজার]
সম্প্রতি নিজের এই অভিজ্ঞতার কথা এক্স হ্যান্ডেলে শেয়ার করেন রিজওয়ান। সোশাল মিডিয়ায় তাঁর হতাশ মন্তব্য, “সত্যি সত্যি, পুণে শহরে ঘর পাওয়ার আশা ছেড়ে দিলাম। গোটা শহর ঘুরেছি আমি। অধিকাংশ এলাকাবাসী ভিন্ন ধর্মের লোককে জায়গা দিতে রাজি নন। অনেকে বলেন, প্রাথমিকভাবে ঘর পেলেও কয়েক মাসের মধ্যে বের করে দেওয়া হবে।”
[আরও পড়ুন: Security breach in Lok Sabha: সংসদ হামলার বর্ষপূর্তির দিনই লোকসভায় হামলা! আটক দুই অজ্ঞাতপরিচয়]
জনৈক রিজওয়ানের এই পোস্ট ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। অনেকেই এমনটা হয় বলে সায় দিয়েছেন। তবে কারও কারও বক্তব্য, এটা গোটা দেশের চিত্র নয়। এক নেটিজেন লেখেন, বন্ধু, তোমার অভিজ্ঞতা জেনে খারাপ লাগছে। তবে পুণেকে দেখে গোটা ভারতকে মিলিও না। এক বক্তির মন্তব্য, এমন ঘটনা কেবল ধর্মের কারণেই ঘটে না, অবিবাহিতরাও বাড়ি ভাড়া পান না। সব মিলিয়ে রিজওয়ানের ঘটনা ‘আত্মনির্ভর ভারতে’ ফের ধর্মীয় বিতর্কের জন্ম দিয়েছে।