সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। ২৩০টি আসনের মধ্যে ১৬৩টি আসনে জয় পেয়েছে বিজেপি। এই নির্বাচনে গেরুয়া শিবিরকে ভোট দিয়েছিলেন সে রাজ্যের এক মুসলিম মহিলা। শুধুমাত্র এই কারণে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল আত্মীয়ের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিহোর জেলার আহমেদপুর এলাকায়। গত সোমবার সেখানে বিজেপির বিজয়োৎসব পালন করা হচ্ছিল। এই জয় উদযাপনে শামিল ছিলেন সামিনা নামের এক মুসলিম মহিলা। অভিযোগ, সামিনাকে আনন্দ করতে দেখে রণমূর্তি ধারণ করে তাঁর দেওর জাভেদ খান। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে সে। প্রতিবাদ করতে গেলে সামিনাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে জাভেদ। লাঠির আঘাতে হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় চোট লাগে সামিনার। এমনকী ভবিষ্যতে ফের বিজেপিকে সমর্থন করলে ভয়ংকর পরিণতি হবে সামিনার। এই হুমকিও দেয় জাভেদ।
[আরও পড়ুন: ‘সোনিয়াকে প্রণাম, খাড়গেকে নয়! দলিত বলেই?’ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপির]
এর পরই সিহোর থানায় দেওরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সামিনা। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় জাভেদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই বিষয় সিহোর থানার পুলিশ জানিয়েছে, “আমাদের কাছে অভিযোগ এসেছে। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে।” শুক্রবার বিচার চেয়ে সিহোরের জেলাশাসক প্রবীণ সিং আধায়চের দ্বারস্থ হন সামিনা। সংবাদমাধ্যমে গোটা ঘটনার বিবরণ দিয়ে সামিনা জানিয়েছেন, জেলাশাসক এই ঘটনার পূর্ণ তদন্ত ও অভিযুক্তের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।