সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা পছন্দই হচ্ছে না কারও। যুব সম্প্রদায় থেকে শুরু করে সেলেবরা, কেউই ব্যঙ্গ করতে ছাড়ছেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। কবি শ্রীজাতর ঘটনা এখনও চাপা পড়েনি, তার মধ্যেই ফের এক মুসলিম যুবক আদিত্যনাথ এবং হিন্দু ধর্ম নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করে রোষের মুখে পড়েছেন। অক্ষিত আগরওয়াল নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশের বাসিন্দা শাহজাদ আক্রম নামে ওই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
[এবার যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রী করার দাবি উঠল]
ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ এবং আইটি অ্যাক্টের ৫০৪ ধারায় শান্তিভঙ্গ ও অবমাননা মামলা রুজু করেছে সাইবার ক্রাইম শাখার পুলিশ। অভিযোগ, শাহজাদ মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এবং হিন্দু সম্পর্কে আপত্তিকর বিষয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে পোস্ট করেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। কবি শ্রীজাতর ‘অভিশাপ’ নামে একটি কবিতাতেও হিন্দু ধর্ম এবং যোগী আদিত্যনাথকে অবমাননা করে হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনাতেও জামিন অযোগ্য ধারায় মামলা শুরু হয়েছে।
[ধরনায় বসেছিলেন নেতা, পাঁজাকোলা করেই তুলে নিয়ে গেল পুলিশ]
The post যোগীর সম্পর্কে আপত্তিকর পোস্টের অভিযোগ মুসলিম যুবকের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.