-
- ফটো গ্যালারি
- Muttiah muralitharan speaks over biopic 800 at kolkata
কলকাতায় মুরলীধরন, নিজেই জানালেন বায়োপিকে রাজি হওয়ার গোপন কারণ
নিজের বায়োপিক নিয়ে বড় তথ্য দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Tap to expand
বায়োপিক '৮০০'র প্রচারে কলকাতায় কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন।
Tap to expand
বৃহস্পতিবার কলকাতার বিলাসবহুল হোটেলে অনুষ্ঠানে যোগ দেন সর্বকালের অন্যতম সেরা অফস্পিনার। ছিলেন তাঁর বন্ধু সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
Tap to expand
অনুষ্ঠানে খোলাখুলি নিজেই জানালেন বায়োপিকে রাজি হওয়ার কারণ। বললেন, "ম্যানেজার আমাকে বলেন, বায়োপিক হলে আমার ফাউন্ডেশন অনেক উপকৃত হবে। তখন আমি রাজি হয়ে যাই। তবে নির্মাতাদের বলেছিলাম, মশালাদার ছবি বানানো যাবে না।"
Tap to expand
এদিনের অনুষ্ঠানে উঠল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক প্রসঙ্গ। 'দাদা'র চরিত্রে কি অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা? উত্তরে মহারাজ জানালেন, "এখনও ফাইনাল করেনি। যতদূর শুনছি আয়ুষ্মান। আমি তো ছিলাম না, কথা হয়নি।"
Tap to expand
বৃহস্পতিবার সকালে সল্টলেকের একটি স্কুলে যান কিংবদন্তি স্পিনার। ক্রিকেট খেলেন খুদে পড়ুয়াদের সঙ্গে। খান রসগোল্লা, ডাবের জল।
Tap to expand
প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে শ্রীলঙ্কার এই স্পিনারের বায়োপিক। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন মধুর মিত্তল।
Tap to expand
বয়স চল্লিশ ছুঁইছুঁই...! তবে শরীরী গড়ন দেখলে বোঝা দায়।
Tap to expand
কখনও সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছেন মৌনী। সেখানে বিকিনি পরে ঘুরে সূর্যস্নান করেছেন।
Tap to expand
আবার কখনও বা বন্ধুদের সঙ্গে ভিটামিন সি-এর খোঁজে দেখা গিয়েছে মৌনীকে।
Published By: Tiyasha SarkarPosted: 08:45 PM Sep 28, 2023Updated: 08:46 PM Sep 28, 2023
নিজের বায়োপিক নিয়ে বড় তথ্য দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।