shono
Advertisement

‘আমার জীবন দেশের সেবায় নিয়োজিত’, গ্রেপ্তারির পর প্রথম বার্তা কেজরির

আদালতে কেজরিওয়ালের গ্রেপ্তারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী অভিষেক মনু সিংভি।
Posted: 05:16 PM Mar 22, 2024Updated: 05:59 PM Mar 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর প্রথম বিবৃতি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শুক্রবার তাঁকে আদালতে তোলার সময় সংবাদমাধ্যমকে তিনি জানালেন, যেখানেই থাকুন না কেন তিনি দেশের জন্য কাজ করে যাবেন। তাঁর কথায়, “আমি নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করেছি। জেলের মধ্যে থাকলেও দেশসেবার কাজ জারি থাকবে।” পাশাপাশি এদিন আদালতে কেজরির গ্রেপ্তারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi)।

Advertisement

বৃহস্পতিবার রাতে ইডির আবগারি দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর পর শুক্রবার রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হয় তাঁকে। মামলার শুনানিতে কেজরির আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, আবগারি দুর্নীতি মামলায় যাঁরা গ্রেপ্তার হয়েছেন তাঁদের ৫০ শতাংশ কেজরির নাম নেননি। ৪২ শতাংশ কেজরির সঙ্গে কোনও আর্থিক লেনদেনের কথা স্বীকার করেননি। এভাবে কোনও কারণ ছাড়া গ্রেপ্তার করা যায় না। অতীতের প্রসঙ্গ টেনে সিংভি বলেন, কেজরির অন্তর্বর্তী জামিনের আবেদনের পর ইডির বক্তব্য জানতে চেয়েছিল আদালত। কিন্তু ইডির তরফে জবাবদিহিতে সময় চাওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যে গ্রেপ্তার করা হয় দিল্লি মুখ্যমন্ত্রীকে। ইডি প্রমাণ করুক এই গ্রেপ্তারির কী প্রয়োজন ছিল?

[আরও পড়ুন: কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দুই আপ মন্ত্রী]

আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাত ৯ টায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয় আবগারি দুর্নীতি মামলায় কয়েকশো কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। এবং ইডির দাবি অনুযায়ী, এই দুর্নীতির মূল অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া ও কে কবিতা। এঁদের ষড়যন্ত্রেই ঘটেছিল দুর্নীতি। যদিও এই গোটা ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে আপের তরফে। মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির প্রতিবাদে দিল্লির জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ।

[আরও পড়ুন: শিক্ষায় ধর্মীয় বিভেদ কেন, উত্তরপ্রদেশের মাদ্রাসা আইন নিয়ে বড় রায় হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement