shono
Advertisement

ছড়িয়ে রক্তের দাগ! উত্তর রাখাইনে রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা

সেনা যে দেশেরই চালিকাশক্তি হয়, সেখানে গণতন্ত্র মুখোশ মাত্র৷ The post ছড়িয়ে রক্তের দাগ! উত্তর রাখাইনে রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:46 PM Mar 23, 2019Updated: 01:46 PM Mar 23, 2019

সুকুমার সরকার, ঢাকা: পাকিস্তান থেকে শুরু করে মায়ানমার৷ সেনা যে দেশেরই  চালিকাশক্তি হয়, সেখানে গণতন্ত্র মুখোশ মাত্র৷ চোখে আঙুল দিয়ে ফের এই কথাই প্রমাণ করলেন কাউন্সিলর আং সান সু কি৷ সেনার ‘ইঙ্গিতে’ রাষ্ট্রসংঘের একটি প্রতিনিধি দলকে হিংসায় জর্জরিত উত্তর রাখাইন পরিদর্শনের অনুমতি দেয়নি তাঁর প্রশাসন৷ 

Advertisement

[দুষ্কৃতীদের চুয়াত্তরটি গুলিতে দৃষ্টিহীন ওরাংওটাং, নিহত তার এক মাসের সন্তান]

জানা গিয়েছে, রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া খতিয়ে দেখতে উত্তর রাখাইন পরিদর্শনে যেতে চেয়েছিল রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর একটি প্রতিনিধি দল৷ তবে অশান্ত পরিস্থিতির দোহাই দিয়ে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সু কি প্রশাসন৷ সদ্য বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি সংবাদ সম্মেলন করেন সংস্থাটির সহকারী কমিশনার ভোলকার তুর্ক৷ তিনি জানান, রাখাইনে রোহিঙ্গারা কতটা নিরাপদ তা খতিয়ে দেখা হচ্ছে৷ শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য পরিবেশ কতটা স্বাভাবিক তাও স্থির করা হবে৷ তবে বিশদে পরিস্থিতি যাচাই করতে গেলে রাখাইন প্রদেশ পরিদর্শন করা জরুরি৷ অথচ সেখানে সেনা ও উগ্রপন্থীদের মধ্যে চলা সংঘাতের জন্য প্রবেশের অনুমতি দেয়নি প্রশাসন৷ প্রকাশ্যে কিছু না বললেও, মায়ানমার সরকারের তিনি যে ক্ষুব্ধ তা স্পষ্ট বোঝা যাচ্ছিল৷ এদিকে রোহিঙ্গা তহবিল নয়ছয় নিয়ে ওঠা অভিযোগ নিয়ে তুর্ক বলেন, দুর্নীতির কোনও ইভিযোগ পেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে৷     

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে, রাখাইন প্রদেশে এই মুহূর্তে কোনও আন্তর্জাতিক সংস্থা বা সংবাদমাধ্যমের উপস্থিতি চাইছে না বার্মিজ সেনা৷ বিশেষ করে উত্তর রাখাইনে এখনও পাওয়া যাচ্ছে রোহিঙ্গাদের গণকবর৷ অভিযোগ, ২০১৭ সাল থেকে চলা ‘জঙ্গিদমন’ অভিযানের নাম গণহত্যা ও গণধর্ষণে লিপ্ত হয়েছে বার্মিজ সেনা৷ সেই নির্যাতনের ছাপ ছড়িয়ে সর্বত্র৷ ফলে গণকবরের ছবি বা অন্য প্রমাণ সামনে এলে প্রবল বিপাকে পড়তে হবে সু কি সরকার ও বার্মিজ সেনাকে৷ তাই একপ্রকার লৌহবর্মে মুড়ে রাখা হয়েছে রাখাইনকে৷   

[নির্বাচনে ঝরছে রক্ত, তিনদিন ‘গৃহবন্দি’ থাকবে রোহিঙ্গা শরণার্থীরা]

The post ছড়িয়ে রক্তের দাগ! উত্তর রাখাইনে রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার