অর্ণব আইচ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রহস্যমৃত্যু৷ বাঘাযতীনে তাঁর বাড়ি থেকে উদ্ধার সুকন্যা পোদ্দার নামে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ৷ পুলিশসূত্রে খবর, আয়নার সামনে কালো কাপড়ে মুখ ঢাকা দিয়ে ঝুলছিলেন তিনি৷ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা নাকি খুন করে ঝুলিয়ে দেওয়া হল ওই ছাত্রীকে, তা নিয়ে ধন্দে পুলিশ৷ সুকন্যার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ ওই ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে৷ সুইসাইড নোট এবং ছাত্রীর কললিস্ট খতিয়ে দেখছেন আধিকারিকরা৷
[অভিষেক ও কৈলাসের টুইটযুদ্ধে সরগরম রাজনৈতিক মহল]
অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন সুকন্যা পোদ্দার৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি৷ ছোট থেকে পড়াশোনায় মেধাবীও ছিলেন৷ প্রতিবেশীদের কাছে ভাল মেয়ে বলেই পরিচিত সুকন্যা৷ পরিজনদের দাবি, শনিবার রাতে খাওয়াদাওয়ার পর নির্দিষ্ট সময়ে নিজের ঘরে ঘুমোতে যান সুকন্যা৷ রবিবার বেলা গড়িয়ে গেলেও ঘরের দরজা খুলছিলেন না তিনি৷ অভিভাবকদের সন্দেহ হয়৷ ডাকাডাকি শুরু করেন তাঁরা৷ কোনও সাড়াশব্দ না পেয়ে বাধ্য হয়েই ঘরের দরজা ভাঙেন৷ ঘরের ভিতরে ঢুকে আঁতকে ওঠেন সুকন্যার পরিজনেরা৷ তাঁরা দেখেন ঘরের কোণে আয়নার সামনে গলায় দড়ি দিয়ে ঝুলছেন ওই ছাত্রী৷ দুঃসংবাদ শুনে সুকন্যার বাড়িতে প্রতিবেশীরাও জড়ো হয়ে যান৷ খবর পৌঁছায় পুলিশের কাছে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুকন্যার দেহ উদ্ধার করে৷ ময়নাতদন্তে পাঠানো হয়েছে তাঁর দেহ৷ পুলিশসূত্রে খবর, সুকন্যার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল৷ ওই অবস্থাতেই ঝুলছিলেন তিনি৷ এছাড়াও ওই ছাত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে৷ তবে তাতে কী লেখা রয়েছে, তদন্তের স্বার্থে জানাননি পুলিশ আধিকারিকরা৷
[পিএইচডি পর্যন্ত পড়াশোনার ব্যয়বহনের আশ্বাস, মেধাবী ছাত্রীর পাশে অভিষেক]
আত্মহত্যা নাকি খুন করে সুকন্যার দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে ধন্দে পুলিশ আধিকারিকরা৷ সুকন্যার পরিজন এবং তাঁর প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছে পুলিশ৷ প্রতিবেশীদের দাবি, ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত ভাল ছিলেন সুকন্যা৷ চিরকালই শান্ত প্রকৃতির ছিলেন তিনি৷ প্রতিবেশীদের সঙ্গে ওই কলেজ ছাত্রী বা তাঁর পরিজনদের সেভাবে মেলামেশা ছিল না৷ ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনা অবাক করেছে পাড়ার লোকজনদেরও৷ সুকন্যার মোবাইলটি বাজেয়াপ্ত করেছেন পুলিশকর্মীরা৷ কললিস্ট খতিয়ে দেখা হচ্ছে৷
The post যাদবপুরের ছাত্রীর রহস্যমৃত্যু, কালো কাপড়ে মুখ ঢাকা অবস্থায় উদ্ধার ঝুলন্ত দেহ appeared first on Sangbad Pratidin.