shono
Advertisement

বান্দোয়ানের বিধায়কের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু, এমএলএ হস্টেলে উদ্ধার দেহ

বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু। কলকাতার কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের ২ নম্বর গেটের সামনে থেকে উদ্ধার দেহ। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু নাকি অন্য কিছু, তা এখনও স্পষ্ট নয়। পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Posted: 09:43 AM Feb 03, 2024Updated: 12:05 PM Feb 03, 2024

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু। কলকাতার কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের ২ নম্বর গেটের সামনে থেকে উদ্ধার দেহ। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু নাকি অন্য কিছু, তা এখনও স্পষ্ট নয়। পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Advertisement

শনিবার ভোরে এমএলএ হস্টেল ক্যাম্পাসের ২ নম্বর গেটের সামনে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন হস্টেল কর্মী এবং অন্যান্য নিরাপত্তারক্ষীরা। হইচই পড়ে যায়। পরে জানা যায়, নিহত ওই যুবক পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তারক্ষী। বছর চৌত্রিশের নিহত যুবকের নাম জয়দেব ঘোড়াই। তিনি রাজ্য পুলিশের কনস্টেবল। গত বৃহস্পতিবার বিধায়ক এমএলএ হস্টেলে আসেন। তাঁরই নিরাপত্তারক্ষী ছিলেন জয়দেব। খবর পেয়ে ততক্ষণে ডিসি-সহ পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরাও ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

[আরও পড়ুন: ইনসুলিন পাচ্ছেন না বালু! গারদে বসে চেক ইস্যুর ‘আবদার’ বাকিবুরের]

কীভাবে ওই নিরাপত্তারক্ষীর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ছাদ থেকে পড়ে ওই নিরাপত্তারক্ষীর মৃত্যু হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে কীভাবে এমএলএ হস্টেলের ছাদে গেলেন তিনি। নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয় বলেই দাবি তদন্তকারীদের।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: দেশে ৪০ আসনও পাবে না! রাহুলকে ‘বসন্তের কোকিল’ খোঁচা, তারপরও মমতায় নরম কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement