shono
Advertisement
Nabanna Abhijan

নবান্ন অভিযানে রক্তাক্ত সার্জেন্টকে দেখতে হাসপাতালে মুখ্যসচিব, আশ্বাস পাশে থাকার

মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন নবান্নে যাওয়ার আগে দেবাশিসবাবুর সঙ্গে দেখা করেন বি পি গোপালিকা।
Published By: Tiyasha SarkarPosted: 02:01 PM Aug 29, 2024Updated: 03:16 PM Aug 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্ন অভিযানে রক্তাক্ত পুলিশকর্মীকে দেখতে হাসপাতালে মুখ্যসচিব বি পি গোপালিকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন নবান্নে যাওয়ার আগে দেবাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করেন তিনি। আশ্বাস দেন, যে কোনও পরিস্থিতিতে রাজ্য তাঁর এবং পরিবারের পাশে রয়েছে।

Advertisement

মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শহর-শহরতলির বিভিন্ন এলাকা। বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে আন্দোলনকারীরা। পালটা লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস, জলকামান। পালটা আক্রমণ করে আন্দোলনকারীরা। আক্রামণ-পালটা আক্রমণে জখম হন একাধিক পুলিশকর্মী। তাঁদের মধ্যেই একজন দেবাশিস চক্রবর্তী। উলটোদিক আসা গাড়িতে থাকা আন্দোলনকারীদের ছোড়া ইটে গুরুতর জখম হয় দেবাশিসবাবুর বা চোখ। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, চোট গুরুতর। পরবর্তীতে চোখে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই পুলিশকর্মীর বা চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক! গ্রেপ্তার ৩]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার সকালে দেবাশিসকে দেখতে হাসপাতালে যান মুখ্যসচিব বি পি গোপালিকা। জখম পুলিশকর্মীকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানান তিনি। তাঁর দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি খোঁজ নেন চোখের। জানা গিয়েছে, যে কোনও পরিস্থিতিতে ওই পুলিশকর্মীর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ষড়যন্ত্রে তিন! সিবিআইয়ের রাডারে কারা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নবান্ন অভিযানে রক্তাক্ত পুলিশকর্মীকে দেখতে হাসপাতালে মুখ্যসচিব বি পি গোপালিকা।
  • মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন নবান্নে যাওয়ার আগে দেবাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করেন তিনি।
  • আশ্বাস দেন, যে কোনও পরিস্থিতিতে রাজ্য তাঁর এবং পরিবারের পাশে রয়েছে।
Advertisement