shono
Advertisement

Breaking News

Sayan Lahiri

জেলমুক্তির দাবি, হাই কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নেতা সায়ন

শুক্রবার দুপুরে মামলার শুনানির সম্ভাবনা।
Published By: Sayani SenPosted: 12:29 PM Aug 30, 2024Updated: 02:23 PM Aug 30, 2024

গোবিন্দ রায়: এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ নবান্ন অভিযানের ডাক দেওয়া পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়ী(Sayan Lahiri)। মিথ্যা অভিযোগে গ্রেপ্তার এবং জেলমুক্তির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শুক্রবার দুপুরে মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement

গত ২৭ আগস্ট, নবান্ন অভিযানের(Nabanna Abhijan) ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে তথাকথিত অরাজনৈতিক সংগঠন। তবে তাদের নেপথ্যে বিজেপি-আরএসএস যোগ স্পষ্ট। পুলিশের অনুমতি ছাড়া এই কর্মসূচির আড়ালে রাজ্যকে অশান্ত করার ছক রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর ছিল। তাই পুলিশ অশান্তি এড়াতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে। ট্রাফিক সমস্যা এড়াতে বিশেষ পরিকল্পনা ছিল লালবাজারের।

[আরও পড়ুন: ছবি তুলতে গিয়ে আচমকাই আলগা হল মালাইকার ব্লাউজ! ভিডিও দেখে হইচই নেটপাড়ায়]

তবে তা সত্ত্বেও সেদিন দিকে দিকে অশান্তির ঘটনা ঘটে। ওইদিন বেলা বাড়তেই বদলে যায় সাঁতরাগাছি, ফোরশোর রোড, হাওড়া ব্রিজের চেহারা। প্রথমে সাঁতরাছিতে ব্যারিকেড ভাঙতে শুরু করেন আন্দোলনকারীরা। বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙেও ফেলেন তাঁরা। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের হঠাতে জলকামান কাজে লাগানো হয়। হাওড়া ও সাঁতরাগাছি স্টেশন চত্বরেও আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে শুরু করে।

পরিস্থিতি সামাল দিতে ফের কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ইটবৃষ্টিতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখমও হন। ওইদিন রাতে গ্রেপ্তার হন সায়ন লাহিড়ী। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ছাত্রনেতা। মামলাকারীর আইনজীবীর দাবি, "লালবাজার যা বলছে সেটা একদম মিথ্যা। কোনওভাবেই অশান্তিতে অংশ নেননি সায়ন। তিনি শুধুমাত্র নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বলেই গ্রেপ্তার।" আপাতত জেলবন্দি সায়ন। মুক্তি চেয়ে আদালতের দ্বারস্থ ছাত্রনেতা। শুক্রবার দুপুরেই মামলার শুনানির সম্ভাবনা।

[আরও পড়ুন: ফের সিজিও কমপ্লেক্সে সন্দীপ, টানা জেরায় খুলছে কি রহস্যের জট?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ নবান্ন অভিযানের ডাক দেওয়া পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়ী।
  • মিথ্যা অভিযোগে গ্রেপ্তার এবং জেলমুক্তির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
  • শুক্রবার দুপুরে মামলার শুনানির সম্ভাবনা।
Advertisement