গৌতম ব্রহ্ম: বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠেছে। কখনও মাত্রাতিরিক্ত ফি নেওয়ার, কখনও আবার সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানার। এবার তাই বেসরকারি স্কুলগুলির নিয়ন্ত্রণে আলাদা ‘শিক্ষা কমিশন’ গঠনের তোড়জোড় শুরু করল নবান্ন।
বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলির নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন গড়েছেন। বহু মানুষ কমিশনে অভিযোগ জানিয়ে সুবিচার পেয়েছেন। অতিমারির সময় বেড ভাড়া থেকে অপারেশন খরচ, সবই বেঁধে দিয়েছিল কমিশন। এবার সেই স্বাস্থ্য কমিশনের ধাঁচেই শিক্ষা কমিশন তৈরির তোড়জোড় শুরু হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। সূত্রের খবর, বুধবারের পর্যালোচনা বৈঠকে বেসরকারি স্কুলগুলি রাজ্যের অনেক নির্দেশ মানছে না বলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্বাস্থ্য কমিশনের ধাঁচে শিক্ষা কমিশন গড়ার আবেদনও রাখেন ব্রাত্য। তারপরই মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য ‘শিক্ষা কমিশন’ গঠন করা যায় কী না খতিয়ে দেখতে বলেন মুখ্যসচিবকে।
[আরও পড়ুন: ইডির আবেদনে সাড়া, ১৯ জুন পর্যন্ত হেফাজতে শিক্ষা দুর্নীতি মামলায় গ্রেপ্তার কুন্তল ঘোষ]
আগামী ২ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে। গত সপ্তাহে তীব্র গরমের জন্য মুখ্যমন্ত্রী এক সপ্তাহ ছুটি ঘোষণা করেছিলেন। অনেক বেসরকারি স্কুল তা মানেনি বলেও অভিযোগ। এর আগেও বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কমিশন করার কথা ভাবা হয়েছিল। ২০২১ সালে বিধানসভায় এই নিয়ে প্রচুর আলোচনাও হয়। কিন্তু খাতায় কলমে কাজ বেশিদূর এগোয়নি। আসলে, বেসরকারি হাসপাতালগুলির মতো বেসরকারি স্কুলগুলিকেও রাজ্য সরকারের থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে হয়। হরেক ছাড়পত্র নিতে হয়। সেক্ষেত্রে বেসরকারি স্কুলগুলির রাজ্য সরকারের নির্দেশ মানায় একটা বাধ্যবাধকতা থেকেই যায়। এবার আইনি দিক খতিয়ে দেখে কমিশন গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়ে গেল।