shono
Advertisement

করোনার কোপে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কাটছাঁট, রাজ্যে কীভাবে পালিত হবে, জানাল নবান্ন

রেড রোডে ওইদিন থাকছে বিশেষ চমক, জানুন কী। The post করোনার কোপে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কাটছাঁট, রাজ্যে কীভাবে পালিত হবে, জানাল নবান্ন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:14 PM Jul 24, 2020Updated: 07:15 PM Jul 24, 2020

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রেড রোডে বড়সড় কুচকাওয়াজ নয়, নয় ট্যাবলো প্রদর্শন, মঞ্চে অতিথিদের সারিবদ্ধ আসন। করোনার (Coronavirus) কোপে এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও কাটছাঁট হচ্ছে। এ নিয়ে শুক্রবারই বিভিন্ন রাজ্যকে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। আর তারপর এ রাজ্যে কীভাবে পালিত হবে ১৫ আগস্ট, বৈঠক করে তা স্থির করল নবান্ন। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিশেষ দিনে রাজ্যের করোনা যোদ্ধাদের (COVID warriors) সংবর্ধনা দেওয়া হবে রেড রোডের অনুষ্ঠানে।

Advertisement

শুক্রবার নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা ও পূর্ত দপ্তরের আধিকারিকরা বৈঠক করেন আসন্ন ১৫ আগস্টের অনুষ্ঠান নিয়ে। চলতি বছর করোনার কোপে অনেক কিছুতেই পরিবর্তন হচ্ছে। সংক্রমণের আশঙ্কায় স্বাস্থ্যবিধি মানতে গিয়ে দেশের স্বাধীনতা দিবসের (Independence Day) মতো বিশেষ দিনটিও এবার মহাসমারোহে পালন করা যাবে না। এদিনই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জনসমাগম নয়, ভারচুয়ালি পালন করতে হবে এবছরের ১৫ আগস্ট। প্রথা মেনে প্রধানমন্ত্রী লালকেল্লায় ভাষণ দিলেও, কোনও ভিড় থাকবে না। করোনা আবহে কীভাবে তা পালন করা হবে, সেই সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশিকা এদিনই প্রতিটি রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর আজ পশ্চিমবঙ্গে স্বাধীনতা দিবস নিয়ে রূপরেখা স্থির করতে নবান্নে বৈঠকে বসেন মুখ্যসচিব।

[আরও পড়ুন: রাজ্যব্যাপী দু’দিনের লকডাউনে বন্ধ উড়ান পরিষেবাও, দমদম এয়ারপোর্টে ওঠানামা করবে না বিমান]

ঠিক হয়েছে, রেড রোডের অনুষ্ঠান হবে, তবে একেবারেই আড়ম্বরহীন। প্রতি বছরের মতো এবারও ওইদিন সকাল ১০টায় রেড রোডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পুলিশের তরফে ছোট করে কুচকাওয়াজ হবে। এরপর পতাকা উত্তোলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে পুলিশের একটি দল থাকবে। কোনও অতিথি থাকবেন না। অন্যান্যবারের মতো এবছর কোনও ট্যাবলো প্রদর্শনীও হবে না।

[আরও পড়ুন: শুক্রবার রাত থেকে ৩ দিন বন্ধ থাকছে ঢাকুরিয়া ব্রিজ, বিকল্প রুট জেনে নিন]

বরং করোনা আবহে স্বাধীনতা দিবসের জন্য অন্য এক অনুষ্ঠানের কথা ভেবেছে প্রশাসন। ওইদিন রেড রোডেই রাজ্যের করোনা যোদ্ধাদের ডেকে সংবর্ধনা দেওয়া হবে, তবে খুব ছোট করে। কারা সেখানে ডাক পাবেন, সেই তালিকা পরে তৈরি হবে বলে নবান্ন সূত্রে খবর। সবমিলিয়ে মোট ১৫ মিনিটের অনুষ্ঠানেই এবার সেরে ফেলা হবে স্বাধীনতা দিবস উদযাপন। এমনটাই ঠিক হয়েছে।

The post করোনার কোপে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কাটছাঁট, রাজ্যে কীভাবে পালিত হবে, জানাল নবান্ন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement