সঞ্জিত ঘোষ, নদিয়া: দীর্ঘদিন প্রেমের পর বিয়ে। দুসন্তানের মা তিনি। স্বামীর টাকা হাতিয়ে এক সন্তানকে নিয়ে বেপাত্তা বধূ। বিবাহ বহির্ভূত সম্পর্কের টানে বধূ ঘর ছেড়েছেন বলেই দাবি তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন।
আট বছর আগে পেশায় কাঠমিস্ত্রি বাসুদেব বিশ্বাসের সঙ্গে বীরগড় ঘোরাঘাটা এলাকার বাসিন্দা সুদীপা সরকারের বিয়ে হয়। দুটি সন্তানও রয়েছে দম্পতির। স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটিএম কার্ড দেখভালের দায়িত্বে ছিলেন সুদীপা। অভিযোগ, এটিএম কার্ডের পাসওয়ার্ড জানার সুযোগে টাকা তুলে নিতেন সুদীপা। এভাবে মোট ১ লক্ষ ২১ হাজার টাকা তুলে নেন তিনি। শনিবার বাড়ি থেকে বেরনোর সময় বলেন বাপেরবাড়ি যাচ্ছেন। কারণ, তাঁর বাবা অসুস্থ। সঙ্গে ছিল আড়াই বছর বয়সি মেয়ে। বাড়িতেই ছিল সাতবছরের ছেলে।
[আরও পড়ুন: অবশেষে খাঁচাবন্দি ‘মানুষখেকো’ চিতাবাঘ, তাসাটি চা বাগানে স্বস্তির হাওয়া]
তার পর ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। তা সত্ত্বেও স্ত্রী এবং সন্তানের কোনও খোঁজ পাননি বাসুদেব। শ্বশুরবাড়িতে ফোন করে জানতে পারেন, সেখানে যাননি তাঁর স্ত্রী। কোনও আত্মীয়স্বজনের বাড়িও যাননি। স্ত্রী ও সন্তানের খোঁজ না পেয়ে বাধ্য হয়ে কৃষ্ণগঞ্জ থানার দ্বারস্থ হন তিনি। তাঁর স্ত্রী পরকীয়ার টানে ঘর ছেড়েছেন বলেই দাবি বাসুদেবের।