shono
Advertisement

জন্মদিন সেলিব্রেট করা হল না বিভাসের, উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আশঙ্কাজনক শিশুর মা৷ The post জন্মদিন সেলিব্রেট করা হল না বিভাসের, উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:06 PM Oct 02, 2018Updated: 07:06 PM Oct 02, 2018

গৌতম ব্রহ্ম: নাগেরবাজার বিস্ফোরণ কাণ্ডে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুললেন মৃত শিশুর বাবা৷ বিস্ফোরণের পর গুরুতর অসুস্থ দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দমদম এলাকার দু’টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে৷ জরুরি পরিস্থিতিতে রোগীকে চিকিৎসা না করিয়ে ফিরিয়ে দেওয়ার জেরেই সাত বছরের বিভাসকে প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ তুললেন মৃতের বাবা জনবিজয় ঘোষ৷

Advertisement

[নাগেরবাজার কাণ্ডে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ মন্ত্রীর, NIA তদন্তের দাবি দিলীপের]

মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে মৃত শিশুর বাবা জনবিজয় ঘোষ বলেন, ‘‘সঠিক সময়ে চিকিৎসা করানো গেলে বাঁচানো যেতে ছেলেকে৷ বিস্ফোরণের পর গুরুতর অসুস্থ অবস্থায় দু’দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা না করিয়ে আমাদের ফিরিয়ে দেওয়া হয়৷ বারংবার অনুরোধ করলেও কান দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ৷ পরে দু’টি বেসরকারি হাসপাতাল ঘোরার পর এসএসকেএমে ভরতি করা হয়৷’’ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি৷ চিকিৎসা শুরুর আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া বিভাস৷

[নাগেরবাজারে বিস্ফোরণের বলি শিশু, সিআইডির কাছে তথ্য চাইল এনআইএ]

মঙ্গলবার ছুটির দিনে মায়ের সঙ্গে বেরিয়েছিল ছোট্ট ছেলেটি৷ কিন্তু, পথে বেরিয়ে আচমকা বিস্ফোরণে নিজের সন্তানকে খোয়াতে হবে, তা এখনও ভাবতেই পারছেন না মা বাসন্তী দাস ওরফে সীতা৷ বিস্ফোরণে ৩০ শতাংশ পুড়ে গিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন৷ আপাতত সংকটজনক পরিস্থিতি না হলেও বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ অভিযোগ, এদিনও তাঁকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি নার্সিংহোম ঘুরিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়৷

[প্রয়াত আরামবাগের প্রাক্তন সাংসদ অনিল বসু]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় পরিচারিকার কাজ করতেন সীতাদেবী৷ ছুটির দিন বলে ছেলেকে নিয়ে কাজে বেরিয়েছিলেন৷ আগামী শুক্রবার ছিল বিভাসের জন্মদিন৷ ধুমধাম করে ছেলের জন্মদিনের অনুষ্ঠান করার প্রস্তুতিও ছিল তাঁদের৷ জন্মদিনের অনুষ্ঠান নিয়ে তুমুল কৌতূহল ছিল ছোট্ট বিভাসের মধ্যে৷ কিন্তু, আজ সকাল ঠিক সাড়ে ন’টায় আচমকা বিস্ফোরণে সবকিছুই ভেস্তে গেল ঘোষ পরিবারের৷ নিজের সন্তানকে হারিয়ে অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়িয়ে হাসপাতালেই প্রলাপ বকতে শুরু করেছেন জনবিজয়৷      

The post জন্মদিন সেলিব্রেট করা হল না বিভাসের, উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement