shono
Advertisement
Nagpur

রাত পর্যন্ত চলল বিবাহবার্ষিকীর পার্টি, বাড়ি ফাঁকা হতেই আত্মহত্যা দম্পতির

কেন আত্মহত্যা করলেন দম্পতি?
Published By: Kishore GhoshPosted: 06:27 PM Jan 08, 2025Updated: 07:04 PM Jan 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবার্ষিকীর রাতেই আত্মহত্যা করলেন দম্পতি। ২৬তম বিবাহবার্ষিকী রীতিমতো ধুমধাম করে হয়েছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে দম্পতির বাড়িতে আসেন আত্মীয় এবং বন্ধুরা। তাঁদের উপস্থিতিতে গভীর রাত পর্যন্ত চলে পার্টি। এক সময় সকলে বাড়ি ফিরে যান। এর পরেই একসঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই দম্পতি। সুইসাইড নোটও লিখে গিয়েছেন তাঁরা। এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে নাগপুরের মার্টিননগর কলোনিতে।

Advertisement

মঙ্গলবার সকালে মার্টিননগর কলোনির ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করে ৫৭ বছরের জেরিল ড্যামসন অস্কার মনক্রিফ এবং তাঁর স্ত্রী ৪৬ বছরের অ্যানের দেহ। পেশায় রন্ধনশিল্পী জেরিল এক সময় নামী হোটেলে শেফের কাজ করতেন। যদিও কোভিড তথা লকডাউন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কাজ ছেড়ে পরিচিতদের সুদে টাকা ধার দিতেন জেরিল। অ্য়ান গৃহবধূ।

সোমবার রাত ১২টায় বিবাহবার্ষিকীর কেক কাটেন দম্পতি। আত্মীয়স্বজনরা খাওয়াদাওয়া করে চলে গেলে সমাজমাধ্যমে সুইসাইড নোট পোস্ট করেন তাঁরা। এরপরই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে, প্রথমে অ্য়ান আত্মহত্যা করেছেন। এরপর জেরিল দেহ নামিয়ে ফুল দিয়ে সাজান তাঁকে। এবং নিজেও একইভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

সুইসাইড নোট পড়েই সকালে দম্পতির ফ্ল্যাটে ছুটে আসেন আত্মীয়রা। তারাই পুলিশে খবর দেন। নিঃসন্তান দম্পতি সুইসাইড নোটে সম্পত্তি পরিচিতদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার কথা জানিয়েছেন। ২৬ বছর আগে যে পোশাক পরে তাঁরা বিয়ে করেছিলেন, মৃত্যুর আগেও সেই পোশাকেই সেজেছিলেন দম্পতি। তাঁদের শেষ ইচ্ছা অনুযায়ী, দু’জনের দেহ একই কফিনে শুইয়ে কবর দেওয়া হয়েছে। যদিও পুলিশের কাছে এখনও স্পষ্ট নয় কেন আত্মহত্যা করলেন দম্পতি। প্রশ্ন উঠছে, সুদে টাকা ধার দিয়েই কি বিপদে পড়েছিলেন জেরিল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার সকালে নিজেদের ফ্ল্যাট থেকেই পুলিশ উদ্ধার করে ৫৭ বছরের জেরিল ড্যামসন অস্কার মনক্রিফ এবং তাঁর স্ত্রী ৪৬ বছরের অ্যানের দেহ।
  • সোমবার রাত ১২টায় বিবাহবার্ষিকীর কেকও কাটেন দম্পতি।
  • সুইসাইড নোট পড়েই সকালে দম্পতির ফ্ল্যাটে ছুটে আসেন আত্মীয়রা।
Advertisement