shono
Advertisement

হেস্টিংসের BJP কার্যালয়ে রইল না রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর! দল থেকে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু?

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে উঠছিল প্রশ্ন।
Posted: 06:00 PM Sep 13, 2021Updated: 09:59 PM Sep 13, 2021

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) রাজনৈতিক অবস্থান নিয়ে কানাঘুষো চলছে। তিনি বর্তমানে বিজেপিতে আছেন কি না, তা এখন লাখ টাকার প্রশ্ন। এসব নিয়ে বিজেপি সরাসরি কিছু বলেনি ঠিকই, তবে এবার আচরণে বুঝিয়ে দিল যে কোনও মুহূর্তে রাজীবকে দল থেকে সরানোর সিদ্ধান্ত নিতে পারে দল।

Advertisement

বিজেপি বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) যাবতীয় কাজ করেছিল হেস্টিংসের কার্যালয় থেকে। পরবর্তীতে সেখান থেকে সরিয়ে আনা হয় কার্যালয়। তবে হেস্টিংস মোড়ের ওই বহুতলের পাঁচতলার অডিটোরিয়াম এবং ন’তলার ঘরগুলি অবশ্য রেখে দেওয়া হয়েছিল। ন’তলায় ছিল দিলীপ ঘোষের ঘর। পাশেই ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর। বাইরে ছিল তাঁর নামের ফলক। রাজীবকে নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চললেও হেস্টিংসের কার্যালয়ে ৮১১ নম্বর ঘরটি তাঁরই ছিল।

[আরও পড়ুন:করোনার মাঝে নয়া আতঙ্ক, জলপাইগুড়িতে জ্বরে ভুগছে শতাধিক শিশু, ঘুম ছুটেছে স্বাস্থ্যদপ্তরের ]

তবে রবিবার মধ্যরাতে হেস্টিংসের কার্যালয়ে ৮১১ নম্বর ঘর থেকে সরানো হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামের ফলক। বর্তমানে ওই ঘরের বাইরে কোনও নেমপ্লেট নেই। জানা যাচ্ছে, নির্বাচনের কাজ করা হবে সেখানে। কিন্তু কেন হঠাৎ সরানো হল রাজীবের নেমপ্লেট? বিজেপি সূত্রে খবর, দলের নির্দেশেই সরানো হয়েছে ফলক। এই ঘটনাতেই স্পষ্ট যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে মোটেও গুরুত্ব দিচ্ছে না বিজেপি। বরং রাজীব বন্দ্যোপাধ্যায়কে যে কোনও মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে দলের তরফেই।

বিধানসভা ভোটের আগে নিজের একাধিক ক্ষোভ নিয়ে কয়েক দফায় তৃণমূল শীর্ষ নেতৃত্বের আলাপ-আলোচনার দলে থাকতে রাজি হননি রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী। নিজের এলাকা ডোমজুড় থেকে বিজেপির প্রার্থীও হন। কিন্তু ভোটযুদ্ধে সফল হতে পারেননি। ভোটে হারের পর থেকেই তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করছিলেন সোশ্যাল মিডিয়ার নানা পোস্টে। বিজেপির বিরুদ্ধে প্রকাশ করছিলেন ক্ষোভ। যার জেরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল। এবিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি বিজেপি। তবে বিজেপির নেমপ্লেট সরানোর সিদ্ধান্তেই স্পষ্ট যে, রাজীবকে দলে রাখার চেষ্টা করতে নারাজ বিজেপি।

[আরও পড়ুন: আসানসোলে ধসে ভাঙল বহু বাড়ি, ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে Agnimitra Paul]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement