সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরের শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রামের (Nandigram) বিরুলিয়া বাজার। বুধবার এখানেই চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খবর পেয়েই নিজের মিষ্টির দোকান থেকে বরফ নিয়ে ছুটে গিয়েছিলেন নিমাই মাইতি। সেই বরফ দিয়েই প্রাথমিক শুশ্রূষা করা হয়। ঘটনার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই আবার বড় ঘটনা ঘটল নিমাইবাবুর জীবনে। না, এবার রাজ্য তোলপাড় করে দেওয়া তেমন কিছু ঘটেনি। তবে এবারে মাইতি পরিবারে খুশির আবহ। কারণ শুক্রবাই লটারি জিতেছেন বিরুলিয়া বাজারের মিষ্টির দোকানের মালিক।
মাইতি মিষ্টান্ন ভান্ডারের মালিক নিমাইবাবু। গোটা সপ্তাহটা যেন স্বপ্নের মতো তাঁর কাছে। মুখ্যমন্ত্রীর চোট লেগেছে শুনতে পেয়েই সাত-পাঁচ না ভেবে বরফ নিয়ে ছুটে গিয়েছিলেন। যন্ত্রণায় কাতর মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে দেওয়া হয়েছিল সেই বরফ। তারপর থেকেই বদলে গিয়েছে তাঁর জীবন।
[আরও পড়ুন: ‘মমতাকে হারিয়েই ছাড়ব’, নন্দীগ্রাম কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করে হুঙ্কার শুভেন্দুর]
গত বুধবার বিরুলিয়া বাজারে কী হয়েছিল? কীভাবে চোট পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? সেই কৌতূহল চারদিকে। পুলিশ, প্রশাসন, সংবাদমাধ্যম থেকে পাড়ার প্রতিবেশী — সকলেই জানতে চান প্রশ্নের উত্তর। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার লটারির টিকিট কেটেছিলেন নিমাইবাবু। শুক্রবার বের হয় লটারির ফল। দেখা যায় ৫ হাজার টাকা জিতেছেন তিনি। আর তার জন্য পুরো কৃতিত্ব তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিয়েছেন।
লটারি তো নিমাইবাবু জিতেছেন, তাহলে কৃতিত্ব মুখ্যমন্ত্রীকে কেন? প্রশ্নের উত্তরে নিমাইবাবুর যুক্তি, মানুষের পাশে দাঁড়ালে ঈশ্বর প্রসন্ন হন। আশীর্বাদ করেন। সেই আশীর্বাদই পেয়েছেন তিনি। অর্থ সামান্য হলেও এ তো পাওনাই। আর তা হয়েছে আহত মমতা বন্দ্যোপাধ্যায়ের শুশ্রূষা করে। ওই একটি ঘটনাই তাঁর জীবন পালটে দিয়েছে। তাই যাবতীয় কৃতিত্ব তিনি মুখ্যমন্ত্রীকেই দিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্যও কামনা করেছেন।