সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা। অবশেষে সেরি আ খেতাব জিতল নাপোলি (Napoli)। শেষবার ১৯৯০ সালে কিংবদন্তি দিয়েগো মারাদোনার (Diego Maradona) পায়ের জাদুতে লিগের ট্রফি এসেছিল নাপোলির ঘরে। তারপর শুধুই অপেক্ষা। গোটা দুনিয়া পালটে গেলেও নাপোলির ট্রফির ভাগ্য একই থেকে গিয়েছে। অবশেষে অপেক্ষার অবসান। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই ট্রফি জয় নিশ্চিত করে ফেলল মারাদোনার স্মৃতি বিজড়িত ক্লাবটি।
সেরি আর চলতি মরশুমে ৩৩টি ম্যাচ খেলেছে নাপোলি। ৮০ পয়েন্ট নিয়ে টেবিলে সকলের উপরে রয়েছে তারা। অন্য দলগুলির পক্ষে নাপোলিকে ছোঁয়া অসম্ভব। বৃহস্পতিবার উদিনেসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল নাপোলি। খেতাব জয় নিশ্চিত করার জন্য মাত্র এক পয়েন্ট দরকার ছিল মারাদোনার দলের।
[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোকা’ কতটা প্রভাব ফেলবে বাংলায়? কী জানাল হাওয়া অফিস?]
প্রিয় দলের খেতাব জয়ের সাক্ষী থাকতে নাপোলির ভক্তরা ভিড় জমিয়েছিলেন স্টেডিয়ামে। উদিনেসের মাঠে খেলা হলেও সংখ্যায় বেশি ছিলেন নাপোলির ভক্তরাই। অধিকাংশের হাতেই ছিল মারাদোনার ছবি। অ্যাওয়ে ম্যাচ হলেও দাপটের সঙ্গে শুরু করে নাপোলি। কিন্তু ম্যাচের শুরুতেই গোল দিয়ে দেন উদিনেসের স্যান্ডি লোভরিচ।
তারপর একাধিকবার চেষ্টা করলেও বিপক্ষের গোলমুখ খুলতে পারেননি নাপোলি স্ট্রাইকাররা। বিরতি পর্যন্ত এক গোলে পিছিয়ে ছিল নাপোলি। তবে হাফটাইমের পর ৫২ মিনিটে দলকে সমতায় ফেরান ভিক্টর অসিমেন। তাঁর গোলে উচ্ছ্বসিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গেই ট্রফি জয়ের আনন্দে আত্মহারা হয়ে ওঠেন সমর্থকরা। মারাদোনার ছবি নিয়ে শুরু হয় সেলিব্রেশন। জীবদ্দশায় নাপোলির খেতাব জয় দেখে যেতে পারেননি মারাদোনা। তাঁর স্মৃতি নিয়েই সেলিব্রেশনে মেতে গোটা নাপোলি। জানা গিয়েছে, উদযাপন করতে গিয়ে মৃত্যু হয়েছে এক সমর্থকের।