সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ কাণ্ডে ভিডিও ফুটেজকেই গুরুত্ব দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার নারদ মামলার শুনানিতে ফের একবার নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের বিষয়ে সওয়াল করল আদালত। এদিন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথা মাত্রে জানান, হতে পারে ম্যাথু স্যামুয়েল খারাপ লোক। কিন্তু রাজনৈতিক নেতাদের টাকা নেওয়ার বিষয়টা মোটেও কাম্য নয়। এই বক্তব্যের মধ্যে দিয়েই নেতা-মন্ত্রীদের ঘুষ নেওয়াকেই প্রাধান্য দিল হাই কোর্ট। একইসঙ্গে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের ইঙ্গিত দিয়ে নাম না করে কলকাতা বা রাজ্য পুলিশকে খোঁচা দিল আদালত।
(ব্রিগেডে মোহন ভাগবতের সভার অনুমতি মিলল না, হাই কোর্টের দ্বারস্থ সংঘ)
নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল কোন উদ্দেশে এই ঘটনা ঘটিয়েছে অথবা এর পিছনে কার মদত ছিল, তা নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছে না আদালত৷ বরং ফুটেজে যা দেখা যাচ্ছে, সেটাই আসল চিন্তার কারণ আদালতের৷ উল্লেখ্য, নারদ ফুটেজকে হাতিয়ার করেই বিধানসভা ভোটের আগে শাসক দলকে বেকায়দায় ফেলতে চেয়েছিল বিরোধীরা৷ অভিযোগ ছিল, শাসকদলের একাধিক নেতা, মন্ত্রী জড়িত ঘুষ কাণ্ডে৷ ভিডিও ফুটেজ দাখিল করে সে কথাই প্রমাণ করতে চেয়েছিলেন বিরোধীরা৷ যদিও সে ভিডিও ভোটের ফলাফলে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি৷ যে ফুটেজ নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে শোরগোল তুলছিল, তাতে আসলে কোনও দুর্নীতিই প্রমাণ হয় না৷ গত সপ্তাহে এমনটাই জানিয়ে ছিলেন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র৷ তাঁর মতে, ভিডিওতে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা টাকা চাইছেন৷ কিন্তু তাতে দুর্নীতি প্রমাণিত হয় না৷ এমন কিছু পাওয়া যায়নি যাতে সিবিআই তদন্ত হতে পারে৷ কিন্তু এদিন প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী নিরপেক্ষ সংস্থার তদন্তের উপর হাই কোর্টের আস্থা রয়েছে। তবে কি পরোক্ষে সিবিআই তদন্তেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।
(রোজভ্যালি কাণ্ডে টালিগঞ্জের জনপ্রিয় নায়িকাকে ডাকছে সিবিআই)
The post স্যামুয়েল নয়, নারদ কাণ্ডে ভিডিও ফুটেজকেই গুরুত্ব হাই কোর্টের appeared first on Sangbad Pratidin.