shono
Advertisement

এয়ার ইন্ডিয়া ছেড়ে অর্ধেক বেতনের চাকরি কেন? রহস্য ফাঁস করলেন নারায়ণমূর্তি

আইআইএম আহমেদাবাদে কর্মজীবন শুরু করেছিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা।
Posted: 02:12 PM Apr 05, 2023Updated: 02:12 PM Apr 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রথম সারির সংস্থার মধ্যে অন্যতম তাঁর প্রতিষ্ঠিত ইনফোসিস (Infosys)। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সফলভাবে কাজ করে চলেছে নারায়ণ মূর্তির সংস্থা। তবে বিখ্যাত শিল্পপতি তাঁর কর্মজীবনের সূচনায় আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট ও ম্যানেজমেন্টের (IIM Ahmedabad) সঙ্গে যুক্ত ছিলেন। সেই সংস্থার বার্ষিক অনুষ্ঠানে এসে নারায়ণমূর্তি (Narayana Murthy) জানালেন, কেরিয়ারের শুরুতে অনেক ভাল চাকরির প্রস্তাব পেলেও তা ছেড়ে দিয়েছিলেন তিনি। প্রায় অর্ধেক বেতনে আহমেদাবাদ আইআইএমে যোগ দেন ইনফোসিস প্রতিষ্ঠাতা।

Advertisement

১৯৬৯ সালে আইআইটি কানপুর থেকে মাস্টার্স ডিগ্রি শেষ করেন নারায়ণমূর্তি। পাশ করার পরেই একাধিক সংস্থার তরফে চাকরির লোভনীয় প্রস্তাব পান। তার মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, টেলকো, টিসকোর মতো নামী সংস্থাও। সেই সময় প্রতি মাসে প্রায় ১৬০০ টাকা বেতনের প্রস্তাব ছিল নারায়ণমূর্তির কাছে। তার মধ্যে আহমেদাবাদ আইআইএমের চাকরির প্রস্তাবও ছিল, তবে প্রায় অর্ধেক বেতনের বিনিময়ে। অনেক ভাবনা চিন্তা করে সমস্ত লোভনীয় প্রস্তাব ফিরিয়ে আইআইএমে যোগ দেন নারায়ণমূর্তি। 

[আরও পড়ুন: হনুমান জয়ন্তীতে আধা সামরিক বাহিনী! রাজ্যকে কেন্দ্রের সাহায্য নেওয়ার নির্দেশ হাই কোর্টের]

কিন্তু এই সিদ্ধান্ত কেন নিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা? উত্তরে তিনি জানান, “ব্যাচের ১৬ জন পড়ুয়ার মধ্যে একমাত্র আমিই অর্ধেক বেতনের চাকরিতে যোগ দিয়েছিলাম। কারণ অত্যাধুনিক অপারেটিং সিস্টেম সম্পর্কে জানার আগ্রহ ছিল। সেই সঙ্গে সম্ভাবনাময় পড়ুয়াদের সঙ্গেও আলাপ করার সুযোগ ছিল। জীবনের নানা ক্ষেত্রে কীভাবে কম্পিউটারকে কাজে লাগিয়ে উন্নতি করা যায়, সেই বিষয়ে আমার প্রথম চাকরির সময়ে অনেক কিছু শিখেছি। টাইম শেয়ারিং প্রযুক্তি নিয়েও কাজ করার সুযোগ ছিল।” প্রসঙ্গত, হার্ভার্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরে তৃতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে টাইম শেয়ারিং সিস্টেম শুরু করেছিল আইআইএম আহমেদাবাদ। অনুষ্ঠানে এসে নারায়ণমূর্তি সাফ জানান, এই প্রতিষ্ঠানে যোগ দেওয়াটা তাঁর জীবনের সেরা সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম।

[আরও পড়ুন: ‘সাম্প্রদায়িক মানসিকতা’, রামনবমীতে ‘মুসলিমদের উপরে হামলা’ নিয়ে ইসলামিক সংগঠনকে জবাব ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement