shono
Advertisement

‘এরাই পরিবর্তনের মশাল’, মহিলা সুরক্ষা বিল পাশের পর বিশেষ ফটো সেশন মোদির

মোদিকে সংবর্ধনা মহিলা সাংসদদের।
Posted: 09:57 AM Sep 22, 2023Updated: 10:02 AM Sep 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill)। তারপরেই উৎসবে মেতে উঠেছে গোটা বিজেপি শিবির। দলের মহিলা সাংসদদের সকলের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দিল্লিতে (Delhi) বিজেপির সদর দপ্তরের সামনে মোতায়েন করা হয়েছে মহিলা নিরাপত্তারক্ষী বাহিনী। সেখানেই উৎসবে মেতে উঠেছেন বিজেপির (BJP) মহিলা কর্মী-সমর্থকরা।

Advertisement

বৃহস্পতিবার বিনা বাধায় সংসদের উচ্চকক্ষে পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। রাজ্যসভায় (Rajya Sabha) বিলটির বিপক্ষে একটিও ভোট পড়েনি বলে খবর। বিলের পক্ষে পড়েছে ২১৫ টি ভোট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুমোদন পেলেই এই বিল আইনে পরিণত হবে। মহিলা সংরক্ষণ বিলে একমত হওয়ায় প্রধানমন্ত্রী মোদি বিরোধীদের ধন্যবাদ জানিয়েছেন। তার পর থেকেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিজেপির সাংসদ থেকে শুরু কর্মী সমর্থকরা।

[আরও পড়ুন: আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা চলবে, জানিয়ে দিলেন অভিষেক]

রাজ্যসভায় বিল পাশ হওয়ার পরেই বিজেপির মহিলা সাংসদদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী। রাজ্যসভার পিটি উষা থেকে শুরু করে লোকসভার লকেট চট্টোপাধ্যায়- সকলেই ছিলেন সেই ছবিতে। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ, স্মৃতি ইরানিরা ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রীকে। সেই ছবি পোস্ট করে মহিলা সাংসদদের ‘পরিবর্তনের মশাল’ বলে অভিহিত করেন মোদি। এক্স প্ল্যাটফর্মে ছবি পোস্ট করে মোদি লেখেন, “নারীশক্তি বন্দন অধিনিয়মের মাধ্যমে আরও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে ভারত।”

বিল পাশ হওয়ার পর শুক্রবার সকাল থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির মহিলা কর্মীরা। দিল্লিতে দলের সদর দপ্তরের সামনে বাদ্যযন্ত্র নিয়ে নাচগান শুরু করেন। মহিলা পুলিশকর্মীদের দেখা যায় বিজেপির সদর দপ্তরের নিরাপত্তার দায়িত্ব নিতে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “৩০ বছর ধরে চেষ্টা করেও কেউ যা করতে পারেননি, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তা সম্ভব হয়েছে। বিশ্বের অনেক দেশেই মহিলাদের জন্য এমন নিয়ম নেই। মধ্যরাতে ইতিহাস গড়েছে ভারত।”

[আরও পড়ুন: গোপন নজরদারি করেই ভারতের বিরুদ্ধে জঙ্গি খুনের অভিযোগ কানাডার! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement