-
- ফটো গ্যালারি
- Narendra modi gifts for foreign prime ministers
করোনার পরে প্রথম বিদেশ সফর, ভিনদেশি 'বন্ধু'দের কী উপহার দিলেন মোদি? দেখুন অ্যালবাম
বন্ধুদের থেকে নানা উপহার পেয়েছেন মোদিও।
Tap to expand
ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। নিজের রাজ্য গুজরাটের রোগান পেন্টিং নিয়ে গিয়েছিলেন রানির জন্য। মৃতপ্রায় এই শিল্পে ব্যবহার করা হয় সবজি থেকে পাওয়া রং। ধাতুর ব্লকে রং লাগিয়ে কাপড়ে ছবি ফুটিয়ে তোলা হয়। গুজরাটের একটি মাত্র পরিবার এই কাজ করে বলে জানা গিয়েছে।
Tap to expand
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসনকে কচ্ছ অঞ্চলের একটি ওয়াল হ্যাঙ্গিং উপহার দিয়েছেন তিনি। 'আভলা' নামে ছোট আয়না বসিয়ে সেলাই করে তৈরি করা হয় এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং। গুজরাটের ঐতিহ্যশালী শিল্প কর্মের মধ্যে অন্যতম এই ধরনের কাজ।
Tap to expand
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের জন্য উপহার ছিল কাঁসার তৈরি একটি গাছ। সম্পূর্ণ হাতে তৈরি এই গাছটি। গাছের ডালাপালাগুলি বোঝায় কীভাবে মানুষের জীবন বেড়ে ওঠে। গাছের মূল থেকে বোঝা যায়, মাটির সঙ্গে কীভাবে জুড়ে থাকে মানুষ।
Tap to expand
ডেনমার্কের রাজপুত্র এবং রাজকন্যার জন্যও উপহার নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাজপুত্র ফ্রেডরিককে দিয়েছেন একটি ডোকরার নৌকা। রাজকন্যা মেরির জন্য ছিল বেনারসের রুপোর মিনাকারি করা একটি পাখির মূর্তি।
Tap to expand
বিখ্যাত পশমিনা শাল নিয়ে গিয়েছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডেলিনা অ্যান্ডারসনের জন্য। সারা পৃথিবীতে এই শালের সুনাম রয়েছে তার অসাধারণ কারিগরির জন্য।
Tap to expand
বন্ধুদের উপহার দেওয়ার পাশাপাশি তাদের থেকে উপহার পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রীও। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী চিমেড সাইখানবিলেগ একটি ঘোড়া উপহার দিয়েছিলেন নরেন্দ্র মোদিকে। খয়েরি রঙের সেই ঘোড়ার নাম কন্ঠাকা।
Tap to expand
মোদিকে নীল রঙের সাইকেল উপহার দিয়েছিলে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। সাইকেলের সামনের চাকায় লাগান ছিল এলইডি লাইট। উপহার পেয়ে খুশি হয়ে টুইটে মোদি ধন্যবাদ জানিয়েছিলেন তাঁকে।
Published By: Suparna MajumderPosted: 05:55 PM May 05, 2022Updated: 06:55 PM May 05, 2022
বন্ধুদের থেকে নানা উপহার পেয়েছেন মোদিও।