সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মানবিক মুখ। অসুস্থ ব্যক্তির দ্রত চিকিৎসার ব্যবস্থা করলেন তিনি। শুশ্রূষায় নিজের মেডিক্যাল টিমকেই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শনিবার দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সামিট সেরে ভারতে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্রিস থেকে সরাসরি বেঙ্গালুরু চলে যান তিনি। ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান মোদি। তারপরই ফিরে আসেন রাজধানীতে। চন্দ্রযান ৩-এর ঐতিহাসিক সাফল্য লাভের আনন্দে দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অনেকেই। সূচি মতে, বিমানবন্দরের পাশেই সভামঞ্চে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। তখনই তিনি লক্ষ্য করেন, ভিড়ের মাঝে কেউ অসুস্থ হয়ে পড়েছেন। সময় নষ্ট না করে দ্রুত অসুস্থ ব্যক্তির শুশ্রূষার ব্যবস্থা করেন তিনি। নিজের চিকিৎসক দলকে নির্দেশ দেন অসুস্থের চিকিৎসা করার। পরে জানা যায় গরমের কারণে সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন।
[আরও পড়ুন: চাঁদে ‘শিবশক্তি’, বিক্রমের ল্যান্ডিং পয়েন্টের নামকরণ করলেন মোদি]
অসুস্থের চিকিৎসার ব্যবস্থা করে তাঁর বক্তব্য শেষ করেন মোদি। এদিন তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সামিটে থাকাকালীন চাঁদের বুকে সফল অবতরণ করে চন্দ্রযান ৩। এই সাফল্যের জন্য আমি অনেক শুভেচ্ছাবার্তা পেয়েছি। গোটা বিশ্ব আমাদের অভিনন্দন জানিয়েছে।”
আজ গ্রিস থেকে ফিরেই বেঙ্গালুরুতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (ইসরো) পৌঁছন প্রধানমন্ত্রী। চন্দ্রযান-৩-এর সাফল্যে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান তিনি। ইসরোর ‘টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্স’ থেকে এদিন মোদি জানান, যে জায়গায় চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম নেমেছিল তার নাম ‘শিবশক্তি’ রাখা হয়েছে। চন্দ্রযান-২-এর ল্যান্ডার যেখানে আছড়ে পড়েছিল সেই জায়গার নাম ‘তিরঙ্গা পয়েন্ট’ রাখা হয়েছে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।