সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ে এখনও উদ্বেগ পুরোপুরি দূর হয়নি। এই প্রেক্ষাপটে এবার সর্বদলীয় বৈঠকের (All party meet) ডাক দিল কেন্দ্র। বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আগামী শুক্রবারই বৈঠক হওয়ার কথা। সংসদের দুই কক্ষের বিরোধী দলনেতাদের বৈঠকে ডাকা হয়েছে। সংসদীয় বিষয়ক মন্ত্রীর তরফ থেকে ইতিমধ্যেই সংসদীয় দলনেতার কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ।
শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর। উল্লেখ্য, এর আগে গত ২৪ নভেম্বর বাংলা, হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড়, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান এবং গুজরাটের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কীভাবে ভ্যাকসিন সকলের কাছে পৌঁছে দেওয়া হবে, তা নিয়েই মূলত ওই বৈঠকে আলোচনা হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ বিষয়ে প্রধানমন্ত্রীকে সবরকমভাবে সাহায্য করার আশ্বাসও দেন।
[আরও পড়ুন: ‘উপনির্বাচনে কোনও মুসলিমকে টিকিট নয়,’ মন্তব্য করে ফের বিতর্কে কর্ণাটকের বিজেপি নেতা]
ওই বৈঠকের পর গত শনিবার আহমেদাবাদের (Ahmedabad) জাইডাস বায়োটেক পার্ক, হায়দরাবাদের (Hyderabad) ভারত বায়োটেক এবং পুণের (Pune) সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিনের প্রস্তুতি ও উৎপাদনের পদ্ধতি সরেজমিনে খতিয়ে দেখেন। তারপরই আগামী শুক্রবারে সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত। এর আগে করোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, কোভিড ভ্যাকসিন নিয়ে সোমবার জেনোভা বায়োফার্মা, বায়োলজিক্যাল ই এবং ডক্টর রেড্ডির প্রস্তুতকারকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন মোদি।