shono
Advertisement

মহাকাশ থেকে রাতে কেমন দেখতে লাগে দেশকে, ছবি পাঠাল নাসা

মহাকাশ থেকে রাতের পৃথিবীকে কেমন লাগে? দেখতে দেখুন ভিডিও। The post মহাকাশ থেকে রাতে কেমন দেখতে লাগে দেশকে, ছবি পাঠাল নাসা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:09 PM Apr 13, 2017Updated: 07:16 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের ভারতবর্ষ কেমন দেখতে? যদি মহাকাশ থেকে দেখা হয়, তবে কীভাবে ধরা দেবে আমাদের প্রিয় দেশ? নাসার ছবিতে ধরা পড়ল সেই অপূর্ব ছবি।

Advertisement

এর আগেও এ কাজ করেছিল নাসা। ২০১২ সালে মহাকাশ থেকে তোলা হয়েছিল গোটা পৃথিবীর ছবি। রাতের আলোকজ্জ্বল সে পৃথিবীতে আলাদা আলাদা করে ধরা পড়েছিল বিভিন্ন দেশে। সাধারণ মানুষের কৌতৃহল নিবৃত্তির পাশাপাশি গবেষণার জন্যও বিশেষ প্রয়োজন ছিল এ ছবির।

২০১২-তে পাঠানো ছবি

এবার নতুন করে পাঠানো হল ছবি। ২০১৬ তে তোলা ভারতের সে ছবির সঙ্গে এ ছবির ফারাক অনেকটাই। আলোর তারতম্য চোখে পড়ার মতো। এই ছবি থেকে স্পষ্ট হয় কতটা বেড়েছে দেশের বিভিন্ন প্রদেশের জনসংখ্যা। শহর কতটা বেড়েছে তা আলোর হেরফেরেই স্পষ্ট হয়। অন্যদিকে এ ছবি থেকেই আবহাওয়ার পূর্বাভাস বা প্রাকৃতিক বিপর্যয়ের আগাম অনুমান করার গবেষণা আরও উন্নত করতে পারেন বিজ্ঞানীরা।

নাসার বিজ্ঞানীরা চেষ্টা করছেন, যদি আরও ঘনঘন এ ধরনের ছবি পাঠানো যায় তাহলে এই গবেষণা আরও উন্নত হতে পারে।

দেখুন ভিডিও:

The post মহাকাশ থেকে রাতে কেমন দেখতে লাগে দেশকে, ছবি পাঠাল নাসা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement