সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এ ওয়েডনেসডে’ ছবিতে তাঁরা পর্দায় মুখোমুখি টক্কর দিয়েছিলেন৷ তবে এবারের প্রেক্ষাপট একেবারে খাঁটি বাস্তব৷ কাশ্মীরি পণ্ডিতদের ইস্যুতে অনুপম খেরকে এক হাত নিলেন আর এক তারকা নাসিরুদ্দিন শাহ৷
কাশ্মীরি পণ্ডিত ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরব ছিলেন বলি-অভিনেতা অনুপম খের৷ নিজের মতামত তিনি বরাবরই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন৷ এমনকী যাঁরা বিরুদ্ধ মত প্রকাশ করেন তাঁদের যুক্তিও খণ্ডন করেন নিয়মিত৷ অনুপমের এই মতামতকেই এবার খণ্ডন করলেন নাসিরুদ্দিন শাহ৷ দিল্লিতে ছবির প্রচারে এক অনুষ্ঠানে এসে তিনি কটাক্ষ করে জানান, যে মানুষ কখনও কাশ্মীরে বসবাসই করেননি, তিনি আচমকা কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে লড়াই শুরু করলেন৷ নাম না করলেও অনুপমই যে তাঁর আক্রমণের লক্ষ্য ছিল তা স্পষ্ট৷ আর এ খবর পাওয়ার পর পাল্টা জবাব দিতে সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করেন অনুপম৷ নাসিরুদ্দিনের নাম করেই তাঁর জবাব, এই যুক্তি মানলে তো কোনও এনআরআই-এর দেশ নিয়ে কোনও চিন্তাভাবনা করাই উচিত নয়৷
এই ইস্যুতে অনুপমের পাশে এসে দাঁড়ান পরিচালক অশোক পণ্ডিত, মধুর ভাণ্ডারকর৷ অশোকের মতে, নাসিরুদ্দিন শাহ নিজে তো গুজরাটের বাসিন্দা নন৷ তাহলে গুজরাট দাঙ্গা নিয়ে তাঁর নিশ্চয়ই কোনও মতামত থাকতে পারে না৷ একই মত মধুরেরও৷ তিনি জানান, কাশ্মীরি পণ্ডিতদের সমর্থনের জন্য কাশ্মীরে থাকতেই হব এরকম কোনও মানে নেই৷ সকল ভারতবাসীরই এ ব্যাপারে এগিয়ে আসা উচিত৷
পরে অবশ্য নিজের বক্তব্য থেকে সরে আসেন নাসিরুদ্দিন শাহ৷ জানান, অনুপম সম্পর্কে এরকম কোনও মন্তব্য তিনি করেননি৷ সংবাদমাধ্যম তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে বলেই মত জাতীয় পুরস্কার জয়ী এ অভিনেতার৷ যদিও এই ইস্যুতে ইতিমধ্যেই যথেষ্ট সরগরম বলিপাড়া৷