সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা হল। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যেই প্রতিযোগিতা হয়েছে। 'কান্তারা', 'আত্তম', 'পোন্নিয়্যান সেলভান'-এর মতো একাধিক ছবির জন্য দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি আবারও বলিউডকে টেক্কা দিয়ে এগিয়ে গেল। এদিকে হিন্দি সিনেদুনিয়া থেকে জাতীয় পুরস্কার জিতল 'ব্রহ্মাস্ত্র' এবং 'গুলমোহর', 'উঁচাই'। কে কোন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিলেন?
একনজরে রইল পুরো তালিকা-
সেরা ফিচার ফিল্ম- আত্তম (মালয়ালি)
সেরা অভিনেতা- ঋষভ শেট্টি (কান্তারা)
সেরা অভিনেত্রী- নিত্যা মেনন (থিরুচৈত্রম্বলম)
মানসী পারেখ (কচ্ছ এক্সপ্রেস)
সেরা সহ অভিনেতা- পবন রাজ মালহোত্রা (ফৌজা)
সেরা সহ অভিনেত্রী- নীনা গুপ্তা (উঁচাই)
সেরা পরিচালক- সুরজ বরজাতিয়া (উঁচাই)
সেরা সঙ্গীত পরিচালক- প্রীতম (ব্রহ্মাস্ত্র)
এ আর রহমান (পোন্নিয়্যান সেলভান)
সেরা সিনেমাটোগ্রাফ্রি - রবি ভার্মা (পোন্নিয়্যান সেলভান)
সেরা চিত্রনাট্য- আনন্দ একারশি (আত্তম)
সেরা প্রোডাকশন ডিজাইন- আনন্দ আঢ্য (অপরাজিত)
সেরা রূপটান শিল্পী- সোমনাথ কুণ্ডু (অপরাজিত)
সেরা পোশাকশিল্পী- নিকি জোশি (কচ্ছ এক্সপ্রেস)
সেরা সংলাপ- অর্পিতা মুখোপাধ্যায়, রাহুল ভি চিত্তেলা (গুলমোহর)
সেরা প্লেব্যাক গায়ক- অরিজিৎ সিং
সেরা প্লেব্যাক গায়িকা- বম্বে জয়শ্রী
স্পেশাল জুরি- মনোজ বাজপেয়ী, সঞ্জয় চৌধুরী
সেরা বাংলা ছবি- কাবেরী অন্তর্ধান
সেরা হিন্দি ছবি- গুলমোহর
সেরা নন ফিচার ফিল্ম- আয়না
সেরা তথ্যচিত্র- মারমারস অফ জঙ্গল