shono
Advertisement

Breaking News

লকডাউনের পর চাহিদা বৃদ্ধির জের! ৮৩ দিন পর বাড়ল পেট্রল-ডিজেলের দাম

জেনে নিন, কোন শহরে কত হল জ্বালানির দাম। The post লকডাউনের পর চাহিদা বৃদ্ধির জের! ৮৩ দিন পর বাড়ল পেট্রল-ডিজেলের দাম appeared first on Sangbad Pratidin.
Posted: 10:50 AM Jun 08, 2020Updated: 10:58 AM Jun 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের জের তলানিতে ঠেকেছিল জ্বালানির ব্যবহার। আনলক শুরু হতেই আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দেশ। বাড়তে শুরু করেছে পেট্রল-ডিজেলের চাহিদাও। আর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করল দামও। সোমবার পেট্রল এবং ডিজেলে লিটারপ্রতি দাম বেড়েছে ৬০ পয়সা করে। 

Advertisement

শেষবার জ্বালানির দাম বেড়েছিল ১৬ মার্চ। তারপর লকডাউন চালু হয়ে যাওয়ায় কমে যায় জ্বালানির চাহিদা। করোনা ত্রাসে আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা তলানিতে নেমে যায়। করোনার কারণে বিশ্বজুড়ে দীর্ঘদিন বন্ধ ছিল শিল্প-কারখানা। লকডাউনের জেরে বন্ধ ছিল পরিবহণও। যার ফলে বিশ্বজুড়েই কমে যায় চাহিদা, ব্যতিক্রম নয় ভারতও। এভাবে চাহিদা কমায় আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামও চলে যায় তলানিতে। যদিও, সেই মূল্যহ্রাসের সুফল এদেশের সাধারণ নাগরিকরা পাননি। আন্তর্জাতিক বাজারে দাম কমার সুবিধা নিয়ে সরকার এর মধ্যে একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে জ্বালানির অন্তঃশুল্ক। পেট্রলে লিটারপ্রতি ১০ টাকা এবং ডিজেলে লিটারপ্রতি ১৩ টাকা করে বাড়ানো হয় কর। আসলে সরকার চাইছিল, তেলের দাম না কমিয়ে এই সুযোগে রাজকোষের ঘাটতি পুরণ করতে।

[আরও পড়ুন: জঙ্গিদমনে বড় সাফল্য, ১২ ঘণ্টার অভিযানে কাশ্মীরে খতম চার হিজবুল জেহাদি]

সরকার অন্তঃশুল্ক বাড়ানোর পরও অবশ্য সাধারণ মানুষকে বাড়তি টাকা গুণতে হয়নি। আগের মতো দামেই পেট্রল ও ডিজেল কিনছিলেন আমজনতা। কিন্তু কর বেড়ে যাওয়ায় পেট্রল-ডিজেল বিক্রেতা সংস্থাগুলির মুনাফা কমে যায়। বাজারে চাহিদা বাড়তেই সেই ক্ষতি পূরণ করে নেওয়া শুরু করল সংস্থাগুলি। সোমবারই বাড়ানো হল দাম। এর ফলে কলকাতায় পেট্রলের দাম বেড়ে হল লিটারপ্রতি ৭৪ টাকা ৪৬ পয়সা। এবং ডিজেলের দাম বেড়ে হল ৬৬ টাকা ৭১ পয়সা। দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হয়েছে ৭২ টাকা ৪৬ পয়সা। ডিজেলের দাম হয়েছে ৭০ টাকা ৫৯ পয়সা। মুম্বইয়ে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৯ টাকা ৩৭ পয়সা। পেট্রলের দাম বেড়ে হয়েছে ৭৯টাকা ৪৯ পয়সা। 

The post লকডাউনের পর চাহিদা বৃদ্ধির জের! ৮৩ দিন পর বাড়ল পেট্রল-ডিজেলের দাম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement