shono
Advertisement

বিজেপি থেকে ইস্তফা সিধুর

আওয়াজ-এ-পাঞ্জাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন সিধু নিজেই। The post বিজেপি থেকে ইস্তফা সিধুর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:32 PM Sep 14, 2016Updated: 11:59 AM Aug 21, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের নাকি পাঞ্জাবের হয়ে কাজ করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগে বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপি থেকে পদত্যাগ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার নভজ্যোৎ সিং সিধু৷ এদিন সংবাদসংস্থা এএনআইকে এ কথা জানিয়েছেন সিধুর স্ত্রী নভজ্যোৎ কৌর সিধু৷ তিনিও দ্রুতই বিজেপি থেকে পদত্যাগের ইঙ্গিত দিয়ে রেখেছেন এদিন৷

Advertisement

অকালি দলের সংস্রব ত্যাগ না করলে বিজেপিতে থাকা তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন নভজ্যোৎ কৌর৷ বিজেপি ছেড়ে স্বামীর হাতে গড়া ‘আওয়াজ-এ-পাঞ্জাব’-এ যোগ দিতে পারেন বলেও জল্পনা উস্কে দিয়েছেন মিসেস সিধু৷ তবে পাঞ্জাবের আসন্ন নির্বাচনে সিধুর নতুন দল কতটা দাঁত ফোটাতে পারবে সে বিষয়ে সন্দেহ রয়েছে৷ কারণ, বিজেপির মাথাব্যথা বাড়িয়ে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিও৷ তৃণমূল স্তরে সিধুর নতুন দলের পরিচিতি এখনও ততটা নেই বলে মত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের৷

যদিও এ কথা স্পষ্ট, আওয়াজ-এ-পাঞ্জাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন সিধু নিজেই। তাঁর দলের স্লোগান, ‘পাঞ্জাবের জয়, পাঞ্জাবিয়তের জয়, পাঞ্জাবিদের জয়।’ আওয়াজ-এ-পাঞ্জাবের নীতি এবং আদর্শকে ‘সিধুইজম’ বা ‘সিধুবাদ’ নামে ডাকা শুরু করেছেন সিধুর অনুগামীরা। তবে মাত্র মাস পাঁচেকের মধ্যে নতুন দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করা বড় চ্যালেঞ্জ নভজ্যোৎ সিংহ সিধুর সামনে। বিজেপির টিকিটে রাজ্যসভার সদস্য হওয়া সিধু সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর রাজনৈতিক মহল মোটামুটি ধরেই নিয়েছিল সিধু আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন। পাঞ্জাবে জিতলে সিধুর ভূমিকা কী হবে, তা নিয়ে আপ নেতৃত্বের সঙ্গে সিধুর আলোচনাও শুরু হয়ে গিয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনা ঠিক পথে এগোয়নি৷ যার ফলে নতুন রাজনৈতিক দল নিয়ে ভোটের ময়দানে নেমে পড়েন সিধু৷ এই পরিস্থিতিতে বিজেপি থেকে তাঁর পদত্যাগ করাটা ছিল নিছক সময়ের অপেক্ষা৷

The post বিজেপি থেকে ইস্তফা সিধুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement