সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দশক পর আইপিএলে (IPL 2024) শোনা যাবে চেনা কণ্ঠ। ধারাভাষ্যে ফিরছেন নভজ্যোৎ সিং সিধু। সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস জানিয়ে দিয়েছে আগামী আইপিএলে ফের কম বক্সে ফিরছেন সিধু। প্রাক্তন ক্রিকেটার নিজেও চেনা ছন্দে নিজের কামব্যাকের কথা ঘোষণা করেছেন।
সিধু বলছেন, “মাছ যেমন জল পেলে খুশি। আমিও তেমনি ক্রিকেট পেলে খুশি। ক্রিকেট আমার ভালোবাসা। আর ভালোবাসা যখন পেশা হয়ে যায়, তার চেয়ে ভালো কিছু হয় না। হাঁস যেমন কখনও সাঁতার ভোলে না, তেমনি আমিও ক্রিকেট ভুলিনি।” ১৯৯৯-২০১৪ পর্যন্ত তিনি চুটিয়ে ধারাভাষ্য দিয়েছেন। সিধু বলছেন, “যেভাবে গোটা ক্রিকেট বিশ্বে ‘সিধুইজম’ কথাটা ছড়িয়ে পড়েছে, সেটাই আমাকে আনন্দ দেয়।” প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, একটা সময় গোটা টুর্নামেন্টের জন্য ৬০-৭০ লক্ষ টাকা পেতেন। সেখানে থেকে জনপ্রিয়তা এতটা বেড়ে যায় যে, প্রতিদিন তাঁকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হত।
[আরও পড়ুন: ভোটের আগেই বড় ধাক্কা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার, বিজেপিতে যোগ হেমন্তের ভ্রাতৃবধূর]
সিধুর ধারাভাষ্যে প্রত্যাবর্তনের খবর দেশের রাজনৈতিক মহলেও আলোড়ন ফেলে দিয়েছে। অনেকের মনেই সংশয়, আইপিএলে ধারাভাষ্য দেওয়াটা বেশ ঝক্কির কাজ। তাহলে কি নিজের রাজনৈতিক কেরিয়ারে ইতি টানছেন কংগ্রেস নেতা? সেই প্রশ্নও উঠছে।
[আরও পড়ুন: আত্মঘাতী বধূ! খবর পেয়ে শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে শ্বশুর-শাশুড়িকে ‘খুন’ বাপের বাড়ির লোকেদের]
রাজনৈতিক জীবনের শুরুতে বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন সিধু (Navjot Singh Sidhu)। পরে বিজেপি ছেড়ে নিজের দল গড়েন। তার পরে কংগ্রেসের টিকিটে পাঞ্জাব বিধানসভায় নির্বাচনে জেতেন। মন্ত্রীও হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) সঙ্গেই বেশ ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তাঁর। কিন্তু বেশ কয়েকদিন ধরেই পাঞ্জাবের কংগ্রেস নেতাদের সঙ্গে সিধুর মনোমালিন্য চলছে। তাতেই তাঁর রাজনীতি ছাড়ার জল্পনা বাড়ছে।