সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের শুদ্ধিকরণ করতে হবে। যারা ব্যক্তিগত স্বার্থকেই প্রাধান্য দেয়, তাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যেই বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন সাংসদ নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)।
মঙ্গলবার রাজ্যসভা নির্বাচনে ব্যাপক ক্রসভোটিং হয় হিমাচল প্রদেশে। সেরাজ্যে কংগ্রেসের ৪০ জন বিধায়ক থাকলেও রাজ্যসভার প্রার্থী অভিষেক মনু সিংভির পক্ষে পড়ে ৩৪টি ভোট। সমসংখ্যক ভোট পড়ে বিজেপি প্রার্থীর ঝুলিতেও। শেষ পর্যন্ত টস করে জয়ী হন বিজেপির হর্ষ মহাজন। অর্থাৎ নিজের দলের প্রার্থীকে ভোট দেননি কংগ্রেসের ৬ বিধায়ক। গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই হিমাচলের কংগ্রেস সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি।
[আরও পড়ুন: রাহুলের যাত্রায় যোগ দেওয়ার পরেই সিবিআই তলব অখিলেশকে, কী অভিযোগ?]
এহেন পরিস্থিতিতে কার্যত বোমা ফাটালেন সিধু। প্রাক্তন ক্রিকেটারের সাফ দাবি, কংগ্রেসের শুদ্ধিকরণ করতে হবে। এক্স হ্যান্ডেলে লেখেন, “হিমাচলে যা হয়েছে তার পরে আত্মসমীক্ষা করতে হবে শতাব্দীপ্রাচীন দলকে। এই হারটা শুধু অভিষেকজির নয়। এখন গোটা কংগ্রেসকে পরিশুদ্ধ করা দরকার। সকলের কথা না ভেবে যারা নিজেদের স্বার্থ দেখে, তাদের হাত থেকে দলকে শুদ্ধ করতে হবে। কারণ তাদের কাজে দল ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। নিজেরা লাভ করে কংগ্রেসের বিপদ বাড়াচ্ছে।” সেই সঙ্গে সিধুর বার্তা, দলের প্রতি আনুগত্যটাই আসল।
উল্লেখ্য, দিনকয়েক আগেই শোনা গিয়েছিল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন প্রাক্তন ক্রিকেটার। যদিও রাজনৈতিক জীবনের শুরুতে গেরুয়া শিবিরের টিকিটেই সাংসদ হয়েছিলেন সিধু। পরে বিজেপি ছেড়ে নিজের দল গড়েন। শেষে কংগ্রেসের টিকিটে পাঞ্জাব বিধানসভায় নির্বাচনে জেতেন। মন্ত্রীও হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। তবে এই বিস্ফোরক মন্তব্যের পরে বিশ্লেষকদের একাংশের অনুমান, হয়তো কংগ্রেস ছাড়ছেন না সিধু। দল ছাড়লে এভাবে বার্তা দিতেন না তিনি। তবে বিজেপিতে যোগদানের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।