shono
Advertisement

প্রবল সামুদ্রিক ঝড়েও অটল, দেশে ফিরছেন ভারতীয় জওয়ান অভিলাষ

তিনদিন পর তাঁকে উদ্ধার করল ফ্রান্সের উদ্ধারকারী দল৷ The post প্রবল সামুদ্রিক ঝড়েও অটল, দেশে ফিরছেন ভারতীয় জওয়ান অভিলাষ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:26 PM Sep 24, 2018Updated: 05:26 PM Sep 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গোল্ডেন গ্লোব রেস’ প্রতিযোগিতা দেশের প্রতিনিধিত্ব করতে নেমে গত শুক্রবার চরম বিপদের মুখে পড়েন অভিলাষ টমি৷ ঘটনার তিনদিন পর সেই ভারতীয় নৌসেনার জওয়ানকে উদ্ধার করল ফ্রান্সের উদ্ধারকারী দল৷ তাঁর শরীরে গভীর ক্ষত রয়েছে বলে জানা গিয়েছে৷ নড়াচড়া করতে পারছেন না তিনি৷ ফরাসি ভেসেল ওসিরিসে করে তাঁকে নিয়ে আসা হচ্ছে মূল ভূখণ্ডে৷ শীঘ্রই দেশে ফিরবেন তিনি৷ ফান্সের উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন ভারতীয় নৌসেনা অফিসাররা৷

Advertisement

[ময়দানে নক্ষত্রপতন, প্রয়াত সিএবি-র প্রাক্তন সভাপতি বিশ্বনাথ দত্ত]

শুক্রবার ভারত মহাসাগরের দক্ষিণাংশে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের মুখে পড়ে অভিলাষ টমির ভেসেল ‘থুরিয়া’৷ গুরুতর জখম হন কীর্তিচক্র পুরস্কার পাওয়া ৩৯ বছরের এই ভারতীয় জওয়ান৷ দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর আয়োজকদের যোগাযোগ গড়ে তুলতে সক্ষম হন টমি৷ তাঁকে উদ্ধার করতে নামে ওই রেসের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র ফ্রান্স৷ ওই জওয়ানকে উদ্ধারে নামে ভারত ও অস্ট্রেলিয়ার যৌথ বাহিনী৷ অবশেষে ফ্রান্সের অভিলাষ টমির অবস্থানকে চিহ্নিত করতে পারে পি৮আই যুদ্ধবিমান৷

[মোহনবাগান নির্বাচনে বড় চমক, টুটু শিবিরের প্রচারে সৌরভ]

উল্লেখ্য, এই ‘গোল্ডেন গ্লোব রেস’ প্রতিযোগিতায় সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে থেকে সমুদ্রপ্রেমীরা অংশগ্রহণ করেন৷ উত্তাল সমুদ্রে পাল তুলে বেরিয়ে পড়েন রোমহর্ষক অভিযানে৷ পয়লা জুলাই থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ভারতীয় নৌবাহিনীর জওয়ান অভিলাষ টমি৷ তিনিও পাড়ি দেন সমুদ্রে৷ ভারতীয় নৌসেনায় উল্লেখযোগ্য কাজের জন্য ২০১৩-তে অভিলাষ টমিকে কীর্তিচক্র পুরস্কার প্রদান করেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ এমনকি, তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কারও পেয়েছেন তিনি৷

The post প্রবল সামুদ্রিক ঝড়েও অটল, দেশে ফিরছেন ভারতীয় জওয়ান অভিলাষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement