shono
Advertisement

রেললাইন না সমুদ্র! মুম্বইয়ের স্টেশনে নৌকায় চেপে যাত্রীদের উদ্ধার নৌসেনার

নালাসোপারা ও ভাসাই স্টেশনের মাঝে আটকে পড়ে একটি লোকাল ট্রেন৷ The post রেললাইন না সমুদ্র! মুম্বইয়ের স্টেশনে নৌকায় চেপে যাত্রীদের উদ্ধার নৌসেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:48 PM Jul 11, 2018Updated: 06:18 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাভাবিকের থেকে প্রায় অনেক বেশি বৃষ্টি৷ বাণিজ্যনগরী মুম্বইকে বানভাসি বললেও বোধহয় কম বলা হবে৷ জলের তলায় চলে গিয়েছে আস্ত শহরটাই৷ চারিদিকে শুধু জল আর জল৷ কোনটা রেললাইন, কোনটা বসতি এলাকা, বোঝার উপায় নেই৷ বুধবার শহরতলির নালাসোপারা ও ভাসাই স্টেশনে মাঝে নৌকা নামিয়ে উদ্ধার কাজ চালাল নৌসেনা৷

Advertisement

[‘মরণাপন্ন’ টাটা ন্যানো, দশ বছরেই নাভিশ্বাস উঠেছে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ির!]

তুমুল বৃষ্টির পর কেটে গিয়েছে গোটা একটা দিন৷ কিন্তু, মুম্বই যেমন ছিল তেমনই আছে৷ পরিস্থিতির এতটুকু উন্নতি হয়নি৷ বুধবার সকালে শহরের নিচু কোথা হাঁটু সমান তো কোথাও আবার কোমর ছুঁই ছুঁই জল৷ মুম্বই শহরের লাইফলাইন লোকাল ট্রেন৷ কিন্তু বৃষ্টিতে যে ভেসে গিয়েছে রেললাইনও! তাই কাজের দিনে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে৷ জল ঠেঙিয়ে কোনওমতে যদিবা স্টেশনে পৌঁছতে পেরেছেন নিত্যযাত্রীরা৷ ট্রেনের জন্য দীর্ঘক্ষণ স্টেশনেই দাঁড়িয়ে থাকতে হয়েছে৷ এদিকে আবার আগামী এক সপ্তাহ পরিস্থিতির বিশেষ হেরফের হবে না জানিয়েছে আবহাওয়া দপ্তর৷

প্রবল বৃষ্টিতে সবচেয়ে খারাপ অবস্থা মুম্বই শহরতলির নালাসোপারা এলাকার৷ সেখানকার বহু জায়গায় এখনও পুরোপুরি জলের তলায়৷ কিন্তু, ঘটনা হল বানভাসি মুম্বইয়ে বুধবার চলেছে লোকাল ট্রেন৷ যদিও সংখ্যা তো বটেই, লোকাল ট্রেনের গতিও ছিল অনেক কম৷ তাতেও বিপর্যয় এড়ানো গেল না৷ বুধবার সকালে নালাসোপারা ও ভাসাই স্টেশনের মাঝে আটকে পড়ে এক লোকাল ট্রেন৷ ট্রেনটি শহরতলি থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল৷ যাত্রী ছিল প্রায় হাজার খানেক৷ কিন্তু, নালাসোপারা ও ভাসাই স্টেশনের মাঝে রেললাইন তো প্রায় সমুদ্রের চেহারা নিয়েছে! ফলে কোনওভাবেই আর ট্রেনটি এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না৷ শেষপর্যন্ত যাত্রীদের উদ্ধার করতে আসরে নামতে হয় নৌবাহিনীকে৷ রীতিমতো নৌকা নিয়ে চলে উদ্ধারকাজ৷ একে একে উদ্ধার করা হয় যাত্রীদের৷ তবে শুধু লোকাল ট্রেনই নয়, মুম্বইয়ে প্রবল বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ার বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন৷ ট্রেন বন্ধ থাকায় অফিস-স্কুল কিংবা কলেজে যেতে পারেননি শহরতলির বাসিন্দারা৷

[বিশ্বকাপের মরশুমেই ফ্রান্সকে টেক্কা দিল ভারত, জানেন কীভাবে?]

The post রেললাইন না সমুদ্র! মুম্বইয়ের স্টেশনে নৌকায় চেপে যাত্রীদের উদ্ধার নৌসেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement