সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালির আগে নবাব মালিক (Nawab Malik) অভিযোগ করেছিলেন, এ রাজ্যে দেবেন্দ্র ফড়নবিশের (Devendra Fadnavis) ইশারায় ড্রাগস র্যাকেট চলে। দেবেন্দ্র পালটা বলেছিলেন, ”নবাব তো ফুলঝুড়ি ফাটালেন। দিওয়ালির পর আমি বোমা ফাটাব।” সেই মতোই এদিন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে নিয়ে বিস্ফোরক দাবি করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। দেবেন্দ্রের দাবি, নবাব মালিকের সঙ্গে মুম্বইয়ের অন্ধকার জগতের যোগাযোগ রয়েছে। এমনকী নবাবের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে, তারা ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণের সঙ্গে যুক্ত। যদিও যাবতীয় দাবি অস্বীকার করেছেন নবাব মালিক।
এদিন সাংবাদিক সম্মেলনে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ”১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের সঙ্গে যাঁর নাম জুড়েছিল, তাঁর থেকে জমি কিনেছিলেন নবাব মালিক। বাজার মূল্য থেকে অনেক কম দামে ওই জমি কিনেছিলেন নবাব। এই ডিল কি টাডা আইনের মধ্যে পড়ে কি?” সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন দেবেন্দ্র। বিজেপি নেতা আরও বলেন, ”আমি এরকম ছ’টি সম্পত্তির হদিশ পেয়েছি। যার মধ্যে অন্ধকার জগতের সঙ্গে চারটি সম্পত্তির একশো শতাংশ যোগাযোগ রয়েছে। এই বিষয়ে যাবতীয় তথ্যপ্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেব। যাতে করে তদন্ত হয়। এছাড়াও আমি সম্পত্তি সংক্রান্ত তথ্য প্রমাণ এনসিপি প্রধান শরদ পাওয়ারজির (Sharad Pawar) হাতেও তুলে দেব।” এখানেই না থেমে দেবেন্দ্র বলেন, ”পাওয়ার সাহেবের জানা উচিত কাদের তিনি মন্ত্রী করেছেন।”
[আরও পড়ুন: মাদক ব্যবসায় যুক্ত সমীর ওয়াংখেড়ের শ্যালিকা! ফের বিস্ফোরক মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক]
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চে সিরিয়াল ব্লাস্ট হয় মুম্বই শহরে। মোট ১৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে মৃত্যু হয় ২৫৭ জনের, আহত হন ৭১৩ জন। এই বিস্ফোরণের মূলচক্রী ছিলেন দাউদ ইব্রাহিম। অন্যদিকে চলতি বছরের ১৩ জানুয়ারি মাদক কাণ্ডে নবাব মালিকের জামাই সমীর খানকে গ্রেফতার করেছিল এনসিবি। এই ঘটনা প্রকাশ্যে আসে মালিক ও এনসিবি-র আঞ্চলিক প্রধান সমীর ওয়াংখেড়ের বাদানুবাদের পরে।
[আরও পড়ুন: ‘শিব সেনা কখনওই আমাদের শত্রু ছিল না’, হঠাৎই উলটো সুর দেবেন্দ্র ফড়নবিশের গলায়]
এদিকে জমি কেনার কথা স্বীকার করেও দেবেন্দ্র ফড়নবিশের অভিযোগ খণ্ডন করেছেন নবাব মালিক। নবাবের পাল্টা দাবি, ”বুধবারই দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে অন্ধকার জগতের যোগের পর্দা ফাঁস করব। আমি হাইড্রোজেন বোমা ফাটাব বুধবার সকালে। আমি কখনও আন্ডার ওয়ার্ল্ডের কারও কাছ থেকে জমি কিনিনি।”