অতুলচন্দ্র নাগ, ডোমকল: জোট না হলে দায়ী থাকবে বামফ্রন্ট। দাবি আইএসএফের সুপ্রিমো 'ভাইজান' নওশাদ সিদ্দিকির। তাঁদের দাবি, কেউ কেউ তাদের দলকে কোণঠাসা করতে চাইছে। দাবি মতো আসন না পেলে আইএসএফ একাই লড়াই করবে বলে স্পষ্ট করে দিয়েছেন নওশাদ। পাশাপাশি ডায়মন্ড হারবারে লড়াই নিয়েও মুখ খোলেন তিনি। সাফ জানিয়ে দেন, "আমার সিদ্ধান্তে অটল আছি। সেখানে আইএসএফের প্রার্থী লড়াই করবে।"
শনিবার বিকেলে মুর্শিদাবাদ কেন্দ্রের দলীয় প্রার্থী হাবিব শেখের সমর্থনে কর্মিসভায় ডোমকলের এআরডি হলে এসেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ। সেখানে তিনি জানান, বামফ্রন্টের সঙ্গে জোট হয়নি। তবে জোটের সম্ভাবনা জিইয়ে রেখে তিনি বলেন, “জোটের বিষয়টি আলোচনাধীন আছে। আমরা প্রথমে ১৪টা আসন চেয়েছিলাম। অনেক দর কষাকষিতে সেখান থেকে ৮-এ নেমে এসেছি। কিন্তু ফ্রন্ট তিনটের বেশি আসন দিতে চাইছে না। তাতে আমাদের কর্মী সমর্থকদের ভাবাবেগে আঘাত লাগছে। তাই আমরা ৮ টা আসনের প্রার্থী ঘোষণা করেছি। যদি ২-১ দিনের মধ্যে জোট হয়ে যায় তো ভালো, নইলে আরও ১২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেব।” তবে উদীয়মান শক্তি হিসেবে ফ্রন্টের উচিত আইএসএফকে কিছুটা জায়গা ছেড়ে দেওয়া হোক, চান নওশাদ।
[আরও পড়ুন: বাংলায় এসেই শক্তিপীঠে রণিত রায়, কোথায় পুজো দিলেন?]
সিপিএমের নাম না করে নওশাদের দাবি,"কেউ কেউ আমাদের কোনঠাসা করে রাখার চেষ্টা করছে। কিন্তু আমি জানি আপনারাই আমাদের সম্পদ। আপনারা সক্রিয় থাকলে বড় বড় মহারথীও মাথা নোয়াতে বাধ্য হবে।” এর পরেই তিনি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসেবে পরিচয় দিয়ে বলেন, “বিধানসভায় একমাত্র আমিই ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটিকে জিইয়ে রেখেছি।”
জোট হলে কি মুর্শিদাবাদের প্রার্থী তুলে নেওয়া হবে? প্রশ্নের উত্তরে ভাইজান জানান,"এধরনের কোনও আলোচনা হয়নি। আমরা এককভাবেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।" এ ব্যাপারে সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমান রানা জানান, “জোটের বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছেন। তাই ওই ব্যাপারে কোনও কথা বলব না।” তবে তিনি জানান, “নির্বাচনে কেন্দ্র ও রাজ্য সরকারের দলকেই যদি হারানো উদ্দেশ্য হয়। তবে আমরা মনে করি বিজেপি ও তৃণমূল বিরোধী শক্তিগুলির একজোট হওয়া দরকার।”