সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার হঠাৎই শাহরুখ খানের বাড়ি মন্নতে হানা দিলেন এনসিবি (NCB) কর্তারা। এই ঘটনায় বলিউড প্রায় নড়ে চড়ে বসল। একদিকে শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan) হেফাজতে। বার বার পিছিয়ে যাচ্ছে তাঁর জামিনের আরজি। এদিন সকাল সকালই আর্থার রোড জেলে গিয়ে আরিয়ান খানের সঙ্গে দেখা করেন শাহরুখ খান। আর ঠিক এরই মাঝে শাহরুখের বাড়িতে এনসিবির প্রবেশ।
শাহরুখের বাড়িতে এনসিবির প্রবেশের পর রটে গিয়েছে মাদক কাণ্ডে মন্নতে তল্লাশিই চালাতে আসে এনসিবি কর্তারা। তবে সম্প্রতি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো শাহরুখের বাড়িতে যাওয়ার নেপথ্যের কারণ নিয়ে সাফাই দিলেন। সূত্রের খবর অনুযায়ী, আরিয়ানের সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস জমা দেওয়ার নোটিস নিয়েই শাহরুখের বাড়িতে হাজির হয়েছিলেন এনসিবি কর্তারা। তবে শাহরুখ বা গৌরী খান কারও সঙ্গেই দেখা হয়নি এনসিবি কর্তাদের। অন্যদিকে, শাহরুখপুত্র আরিয়ানের মুম্বই হাইকোর্টে জামিন মামলার শুনানি ফের হবে ২৬ অক্টোবর। তবে বৃহস্পতিবার বিশেষ আদালতের নির্দেশ ৩০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে আরিয়ানকে।
[আরও পড়ুন: জিতের ‘রাবণে’ এন্ট্রি নিলেন তনুশ্রী চক্রবর্তী, মহরতের ছবি শেয়ার করলেন অভিনেত্রী]
তবে শুধু শাহরুখ খানের বাড়িতে নয়। এদিন অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতেও পৌঁছল এনসিবি কর্তারা। এনসিবি কর্তারা জেরাও করেছেন অনন্যা পাণ্ডেকে। অনন্যা পাণ্ডের সঙ্গে এনসিবি অফিসে গিয়েছিলেন বাবা চাঙ্কি পাণ্ডেও। প্রায় দুঘণ্টা ধরে জেরা করার পর ছেড়ে দেওয়া হয়েছে অনন্যা পাণ্ডেকে। জানা গিয়েছে, শুক্রবার ফের অনন্য়াকে জেরা করবে এনসিবি।
গতকাল আদালতে আরিয়ান ও এক উঠতি বলিউড অভিনেত্রীর হোয়াটসঅ্য়াপ চ্য়াট জমা দেয় এনসিবি কর্তারা। মাদক নিয়ে অভিনেত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ চ্যাট করেন আরিয়ান খান। এই তথ্যই হাতে এসেছিল এনিসিবি কর্তাদের। যদিও চ্যাটের বিষয়বস্তু নিয়ে কিছু বলেননি এনসিবি কর্তারা।
গত ২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী কর্ডেলিয়ায় (Cordelia Cruise) রেভ পার্টি আয়োজনের খবর পান এনসিবি আধিকারিকরা। সেই অনুযায়ী যাত্রী সেজে প্রমোদতরীতে ওঠেন তাঁরা। পার্টি শুরু হওয়ার পরই পুলিশ একে একে ১০ জনকে আটক করে। মাদক কাণ্ডে জেরা করা হয় আরিয়ান খানকেও। ঘণ্টার পর ঘণ্টা জেরার পর গ্রেপ্তার হন শাহরুখপুত্র।