shono
Advertisement

মমতার তত্ত্বেই সায়, বিজেপি হটাতে বিরোধী ঐক্যের ডাক শরদ পাওয়ারের

১৯৭৭-এ ইন্দিরা সরকারের পতনের দৃষ্টান্ত টানেন তিনি৷ The post মমতার তত্ত্বেই সায়, বিজেপি হটাতে বিরোধী ঐক্যের ডাক শরদ পাওয়ারের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:59 PM Jun 05, 2018Updated: 06:14 PM Jun 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের বিরুদ্ধে এক৷ বিজেপিকে হটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব এটিই৷ যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করুক৷ বাকিরা পাশে থাকুক৷ এমনটাই মত তাঁর৷ সেই তত্ত্বকেই সমর্থন করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ বললেন, বিরোধী ঐক্যই বিজেপি সরকারের পতন ডেকে আনতে পারে৷

Advertisement

[  টানা ৪ বছর প্লাস্টিক ব্যাগে ‘না’, পরিবেশ রক্ষায় নজির এই পরিবারের ]

নিজের মন্তব্যের স্বপক্ষে অতীতের দৃষ্টান্ত তুলে এনেছেন প্রবীণ এই রাজনীতিবিদ৷ তাঁর অভিমত, ১৯৭৭-এর পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে৷ ঠিক তার আগেই জরুরি অবস্থা জারি করেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী৷ সেই কালো দিন মানুষের মনে যে গভীর প্রভাব ফেলেছিল তারই ছাপ পড়ে নির্বাচনে৷ তবে উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের পতন ঘটাতে জোট বেঁধেছিল বিরোধীরা৷ ফলে অবধারিতভাবে কংগ্রেসের হার হয়৷ এমনকী সঞ্জয় গান্ধীর প্রবল দাপটও কংগ্রেসকে বাঁচাতে পারেনি৷ ইন্দিরা ক্যারিশমাও ফিকে হয়ে গিয়েছিলেন৷ দু’জনেই ভোটে হেরেছিলেন৷ ক্ষমতায় এসেছিল জোট সরকার৷ সেবার প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই৷ দেশে প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে তিনি কুর্সিতে বসেছিলেন৷ শরদের মতে সেই পরিস্থিতি আবার ফিরে আসতে পারে৷ তবে শর্ত একটাই, এবারও বিরোধীদের একজোট হতে হবে৷ তিনি বলেন, বিরোধীরা যেভাবে একজোট হচ্ছে তাতে তিনি খুশি৷ সাম্প্রতিক কর্ণাটক নির্বাচনে বিরোধী ঐক্যের ফল দেখা গিয়েছে৷ একাধিক উপনির্বাচনে বিজেপির শক্তিহ্রাসেরও সম্ভাবনা দেখা দিয়েছে৷ এই দুইয়ে মিলিয়েই অতীত সম্ভাবনা জেগে উঠেছে বলে মত শরদের৷ তাই বিরোধী ঐক্যের তত্ত্বে যে তাঁর পূর্ণ সমর্থন আছে তা খোলাখুলিই জানিয়ে দেন এনসিপি প্রধান৷

The post মমতার তত্ত্বেই সায়, বিজেপি হটাতে বিরোধী ঐক্যের ডাক শরদ পাওয়ারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement