সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঙ্গল মাদার। একাই সন্তানের সব দায়িত্ব পালন করা মা। আজকের দিনে ব্যাপারটা খানিক গ্রহণযোগ্যতা পেলেও গত শতাব্দীর আটের দশকে তা ছিল আরও কঠিন সিদ্ধান্ত। কিন্তু এমন সিদ্ধান্ত নিতে দু’বার ভাবেননি নীনা গুপ্তা (Neena Gupta)। গর্ভে কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসের সন্তান থাকা অবস্থায় অন্য কোনও পুরুষের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাননি। সমাজের কাঠিন্যকে অগ্রাহ্য করে একাই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘সচ কহুঁ তো’-তে নিজের জীবনের সেই কঠিন সময় সম্পর্কে অকপট নীনা গুপ্তা (Neena Gupta)। আর সেই বই নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী সোনালি বিন্দ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারেও এ সম্পর্কে খোলামেলা মন্তব্যই করেছেন তিনি।
সম্পর্কে জড়ানোর সময়ই নীনা জানতেন ভিভ বিবাহিত। এরপর অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন নীনা। তাঁর গর্ভস্থ সেই সন্তানই কন্যা মাসাবা (Masaba)। যিনি আজকের এক ব্যস্ত ফ্যাশন ডিজাইনার। কিন্তু কেন সেদিন কাউকে বিয়ে করে জীবনের অনিশ্চিত সময়ে স্বস্তি পেতে চাননি নীনা? তিনি জানাচ্ছেন, ‘‘আমি নিজেকে নিয়েই গর্বিত ছিলাম। আমি জানিয়ে দিয়েছিলাম কেবল একটা নাম দরকার বলে, কেবল টাকা দরকার বলে আমি বিয়ে করতে পারব না।’’
[আরও পড়ুন: লক্ষাধিক টাকা চুরির অভিযোগ, গ্রেপ্তার ‘সাবধান ইন্ডিয়া’ সিরিয়াল খ্যাত ২ অভিনেত্রী]
ভিভ তাঁকে বিয়ে করেননি বলে কোনও দুঃখ কিংবা রাগও নেই নীনার মনে। বরং পরবর্তী সময়েও ভিভের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসা ছিল অটুট। এবিষয়ে তিনি জানিয়েছেন, ‘‘আমি তখনও ভিভের সঙ্গেই জড়িয়ে ছিলাম। দেখা হয়তো নিয়মিত হত না। কিন্তু পরবর্তী বছরগুলিতেও আমাদের সম্পর্ক ছিল। মাসাবার সঙ্গেও ওর সম্পর্ক ছিল। আমরা ছুটির সময়ে একসঙ্গে কাটাতাম। মাসাবাও কাটাত। আমি কিংবা মাসাবা ওর সঙ্গে যে সময় কাটিয়েছি তা সত্যিই সুন্দর ছিল। কোনও সমস্যা হয়নি, কেননা আমরা থাকতাম ওর বাড়ি থেকে দূরে। ওর স্ত্রী ছিল। সন্তানও। তবুও সেই স্মৃতিগুলিকে আমি সব সময়ই যত্ন করে ধরে রাখি।’’
নিজের জীবনের সেই অধ্যায় সম্পর্কে বলতে গিয়ে নীনা পরিষ্কার জানিয়েছেন, ‘‘আমার আর কাউকে দরকার ছিল না। আমি সুখী ছিলাম। হ্যাঁ, পরিস্থিতির কারণে আমরা হয়তো একসঙ্গে থাকতে পারিনি। কিন্তু যতটা সময় একসঙ্গে কাটিয়েছি তা ছিল খুবই সুন্দর। মাসাবাও যে ওর সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে, তার জন্যও আমি খুশি।’’
প্রসঙ্গত, বইতে কেবল ভিভের সঙ্গে তাঁর সম্পর্কের কথাই নেই। রয়েছে দিল্লিতে ছেলেবেলা, বাবার দ্বিতীয় বিয়ে, সিনেমায় নামা এবং পরবর্তী সময়ে ফের অভিনয়ে ফিরে আসা- এককথায় নিজের সারা জীবনকেই যেন ঘাড় ফিরেয়ে দেখেছেন নীনা গুপ্তা।