সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় (India) হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championships 2023) ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিটে সোনা জিতলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। চূড়ান্ত পর্বের মেগা ফাইনালে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন (Javlin) ছুঁড়ে ইতিহাস গড়লেন টোকিও অলিম্পিকে (Tokyo Olympic) ‘সোনার ছেলে’। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়ে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) আর্শাদ নদিম (Arshad Nadeem)।
নীরজের ট্রাম্প কার্ড সাধারণত প্রথম থ্রোয়েতেই লুকানো থাকে। ফাইনালে সেই কার্ড কাজে না এলেও সোনা পেতে কোনও অসুবিধা হয়নি। ফাইনালে নীরজের প্রথম থ্রো ফাউল হয়। তবে নীরজ তাঁর দ্বিতীয় থ্রোতেই ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে বিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। ঠিক যেমন যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে এক থ্রোয়েই বাজিমাত করে দিয়েছিলেন। সেই এক থ্রোয়েই নীরজ প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনও করে ফেলেছেন।
[আরও পড়ুন: ধোনিকে প্রণাম করতে গেলেন মহিলা ভক্ত, ক্যাপ্টেন কুলের প্রতিক্রিয়ায় মুগ্ধ নেটিজেনরা]
কিন্তু ফাইনালে প্রথম থ্রোটি ফাউল করে ফেলেন নীরজ। যদিও দ্বিতীয় থ্রোতে আর কোনও ভুল করেননি তিনি। সারা দেশের রাত জাগা সফল করে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েই উল্লাসে চিৎকার করে ওঠেন। প্রতিপক্ষের পরিসংখ্যান তাঁর জানা ছিল। তাই হয়তো বুঝতে পেরে গিয়েছিলেন যে, এবার তাঁকে টপকে যাওয়া বেশ কঠিন। দ্বিতীয় স্থানে শেষ করেন পাকিস্থানের আর্শাদ নাদিম। তিনি ৮৭.৮২ মিটার দুরুত্বে জ্যাভলিন ছোঁড়েন। ভারতের অন্য দুই অ্যাথলিট জেনা ও মানু যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করেন। জেনার সর্বোচ্চ দূরত্ব ছিল ৮৪.৭৭, এটি তার ব্যক্তিগত সর্বোচ্চ এবং মানু ছোঁড়েন ৮৪.১৪ মিটার।
গত বারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নীরজ। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সোনা জয়ের হাতছানি ছিল অলিম্পিক চ্যাম্পিয়নের সামনে। এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখার সম্ভাবনা আগে থেকেই ছিল। নীরজ বিশ্ব চ্যাম্পয়িনশিপের যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার থ্রো করে ফাইনালের যোগ্যতা অর্জন করে নিয়েছিলেন। এই থ্রোয়ই তাঁকে প্যারিস অলিম্পিকে ছাড়পত্রও এনে দিয়েছে। আসন্ন অলিম্পিকে কোয়ালিফাই করার জন্য ন্যূনতম ৮৫.৫ মিটার থ্রো করার প্রয়োজন ছিল। নীরজ সহজেই সেই মাত্রা পার করে ইতিহাস গড়লেন।