সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের 'কোচিং হাব' কোটায় ফের উচ্চাশার বলি। এবার আত্মঘাতী হলেন ২১ বছরের এক নিট পড়ুয়া। ভাড়াবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন যুবক। এই নিয়ে চলতি বছরে ১৫ জন নিট পরীক্ষার্থী আত্মঘাতী হলেন কোটায়।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম পরশুরাম। উত্তরপ্রদেশের বারসানায় বাড়ি তাঁর। মাত্র সাত দিন আগে কোটায় আসেন পরশুরাম। নিট পরীক্ষার প্রস্তুতি নিতে একটি কোচিং সেন্টারে ভর্তিও হন। থাকার জন্য কোটার জয়নগরে বাড়িভাড়া নিয়েছিলেন তিনি। ওই বাড়ির মালিক অনুপ কুমার পুলিশকে জানান, বুধবার সন্ধে নাগাদও পরশুরামকে কাপড়-জামা নাড়তে দেখেন তিনি। যদিও রাতের দিকে সাড়শব্দ না পেয়ে সন্দেহ হয় তাঁর।
[আরও পড়ুন: পলিগ্রাফে দশ প্রশ্ন, লাই ডিটেক্টরের সামনেও সিবিআইকে বিভ্রান্ত করার চেষ্টা সঞ্জয়ের]
ডাকাডাকি করলেও ঘরের ভিতর থেকে উত্তর মেলেনি। এর পর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, সিলিং ফ্যান থেকে ঝুলছে পরশুরামের মৃতদেহ। সাব-ইন্সপেক্টর গোপাল লাল ভৈর জানান, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ইতিমধ্যে পরিবারকে খবর দেওয়া হয়েছে। উল্লেখ্য, এদিনের ঘটনার পর চলতি বছরে ১৫ জন নিট পরীক্ষার্থীর মত্যু হল। গত বছর ২৯ জন আত্মঘাতী হয়েছে রাজস্থানের এই 'কোচিং হাবে'।