shono
Advertisement

চিনের প্রকল্প বন্ধের দাবিতে নেপালে প্রবল বিক্ষোভ, চাপে বেজিং

আগে কোনওদিন নেপালে এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি ড্রাগনকে।
Posted: 01:02 PM Jan 04, 2021Updated: 01:04 PM Jan 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের আর্থিক মদতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নির্বাচনী এলাকায় একটি শিল্পতালুক তৈরি হচ্ছিল। প্রথমে কোনও সমস্যা না হলেও এখন ওই প্রকল্প বন্ধের দাবিতে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে নেপালে। পরিস্থিতি দেখে চাপে পড়েছে বেজিং। কারণ, এর আগে কোনওদিন নেপালে এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি তাদের।

Advertisement

নেপালের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (KP Sharma Oli)’র নির্বাচনী ক্ষেত্র দামাক পুরসভা এলাকায় চিনের আর্থিক মদতে দামাক ক্লিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক (Damak Clean Industrial Park) তৈরি শুরু হয়। প্রথমে কোনও সমস্যা না হলেও সম্প্রতি ওই প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন শুরু করেন স্থানীয়রা। একই সঙ্গে ওই প্রকল্পে চিন কত টাকা বিনিয়োগ করছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনার কথা বলে। গত মঙ্গলবার দামাক এলাকায় এই বিষয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাতে স্থানীয় কৃষক ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওই সভা থেকে চিনের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায় অনেকে। বর্তমানে নেপালের বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের একাংশ ওই আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন। এর ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে বলে মনে করছেন নেপালের প্রশাসনিক আধিকারিকরা।

[আরও পড়ুন: কঙ্গোতে কর্মরত রাষ্ট্রসংঘের কর্মীদের ধর্মান্তরিত করার চেষ্টা, অভিযুক্ত পাকিস্তানি কর্নেল]

বিক্ষোভকারীদের নেতাদের কথায়, ওই প্রকল্পের রূপায়ণের ক্ষেত্রে পরিবেশগত কোনও সমস্যা হবে কি না তা খতিয়ে দেখা হয়নি। এর ফলে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। পাশাপাশি অধিগ্রহণ করা জমির জন্য উপযুক্ত ক্ষতিপূরণও দেওয়া হয়নি। ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পাশাপাশি সবাই জানতে চায় এই শিল্পতালুক তৈরির পিছনে চিনের উদ্দেশ্য কী? এতে নেপালেরই বা কী লাভ হবে? এই বিষয়গুলির সমাধান না হওয়া পর্যন্ত এখানে প্রকল্পের কাজ শুরু করতে দেওয়া হবে না।

[আরও পড়ুন: আইনে বদল এনে লালফৌজের হাতে আরও বেশি ক্ষমতা দিল চিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement