shono
Advertisement

ব্রিটিশদের চোখে যুদ্ধপরাধী ছিলেন না নেতাজি, প্রকাশ বিদেশ মন্ত্রকের ফাইলে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে চতুর্থ পর্যায়ের আরও ২৫টি ফাইল প্রকাশ করল কেন্দ্রীয় সরকার৷ এই নিয়ে কেন্দ্রের তরফে নেতাজি সংক্রান্ত মোট ২০০টি ফাইল প্রকাশ করা হল৷ ২৫টি ফাইল মূলত ১৯৬৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়কালের৷ সরকারিভাবে জানানো হয়েছে, ২৫টি ফাইলের মধ্যে পাঁচটি ফাইল এসেছে সরাসরি প্রধানমন্ত্রীর দফতর থেকে৷ চারটি স্বরাষ্ট্র মন্ত্রক এবং ১৬টি […] The post ব্রিটিশদের চোখে যুদ্ধপরাধী ছিলেন না নেতাজি, প্রকাশ বিদেশ মন্ত্রকের ফাইলে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:07 PM May 29, 2016Updated: 10:37 AM May 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে চতুর্থ পর্যায়ের আরও ২৫টি ফাইল প্রকাশ করল কেন্দ্রীয় সরকার৷ এই নিয়ে কেন্দ্রের তরফে নেতাজি সংক্রান্ত মোট ২০০টি ফাইল প্রকাশ করা হল৷ ২৫টি ফাইল মূলত ১৯৬৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়কালের৷ সরকারিভাবে জানানো হয়েছে, ২৫টি ফাইলের মধ্যে পাঁচটি ফাইল এসেছে সরাসরি প্রধানমন্ত্রীর দফতর থেকে৷ চারটি স্বরাষ্ট্র মন্ত্রক এবং ১৬টি বিদেশ মন্ত্রক থেকে এসেছে৷ প্রসঙ্গত এ বছরের ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে থেকেই নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ ২০১৫ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির ফাইল প্রকাশের পরই কেন্দ্রের হেফাজতে থাকা ফাইল প্রকাশ্যে আনার দাবি তোলেন৷ এর পরই তড়িঘড়ি কেন্দ্রের হাতে থাকা গোপন ফাইলও প্রকাশ করার সিান্তের কথা ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Advertisement

তবে এ বারের উল্লেখযোগ্য ঘটনা, প্রধানমন্ত্রী দফতর থেকে যে ফাইলগুলি এসেছে, তার মধ্যে একটির কয়েকটি পাতা নেই৷ প্রাক্তন প্রধানমনন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের এক অফিসার তা লক্ষ্যও করেছিলেন৷ কিন্তু তা নিয়ে কোনও তদন্ত হয়নি৷ এর পাশাপাশি, প্রধানমন্ত্রীর আরও ফাইল থেকে থেকে জানা গিয়েছে যে, নেতাজিকে মরণোত্তর ‘ভারতরত্ন’ দেওয়ার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও চিঠি দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আর বেঙ্কটরমনকে৷ উল্লেখ্য, ১৯৯২ সালে মৌলানা আবুদল কালাম আজাদের সঙ্গে নেতাজির নামও অনুমোদন করেছিল প্রধানমন্ত্রী দফতর৷ কিন্তু নেতাজির পরিবার তা নিতে অস্বীকার করে৷ বলে, “ভারতরত্নের থেকে অনেক বড় নেতাজি৷” অন্যদিকে, বিদেশ মন্ত্রকের একটি ফাইলে বলা হয়েছে যে, “নেতাজি কোনওদিনই যুদ্ধপরাধী ছিলেন না৷”

The post ব্রিটিশদের চোখে যুদ্ধপরাধী ছিলেন না নেতাজি, প্রকাশ বিদেশ মন্ত্রকের ফাইলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement