shono
Advertisement

ইন্ডিয়া গেটে অনাদরে নেতাজি মূর্তি, জন্মদিনে জুটল না ফুলমালাও

কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীই এদিন সেখানে গিয়ে শ্রদ্ধাটুকুও জানাননি।
Posted: 12:38 PM Jan 24, 2024Updated: 01:47 PM Jan 24, 2024

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি : কর্তব‌্য পথে অবহেলিত নেতাজি সুভাষচন্দ্র বসু। মঙ্গলবার জন্মদিনে ইন্ডিয়া গেটে ছাতার তলায় এদিনও একইভাবে দাঁড়িয়ে থাকল নেতাজির মূর্তি। সেখানে অনুষ্ঠান তো দূর অস্ত, গলায় জোটেনি মালাও। সাধারণতন্ত্র দিবসের জন্য আয়োজিত কুচকাওয়াজের কারণে ইন্ডিয়া গেট চত্বর এই সময় নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া থাকলেও সরকারি ছাড়পত্র নিয়ে সেখানে প্রবেশের অনুমতি রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীই এদিন সেখানে গিয়ে শ্রদ্ধাটুকুও জানাননি। আলাদা করে কোনও আলোরও ব্যবস্থাও ছিল না। সকাল থেকেই রাজধানী দিল্লি কুয়াশার চাদরে ঢাকা। দুপুর গড়াতে সেই কুয়াশায় প্রায় ঢেকে যায় নেতাজির মূর্তি। অথচ বছরখানেক আগে এই মূর্তি বসানোর সময়ে মোদি সরকারের প্রচারের কোনও কমতি ছিল না।

Advertisement

[আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি চিনা জওয়ানদের! ভাইরাল ভিডিও]

ইন্ডিয়া গেটে না গেলেও প্রধানমন্ত্রী অবশ্য এদিন সাত সকালেই এক্স হ্যান্ডলে পরাক্রম দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স বার্তায় মোদি লিখেছেন, ‘পরাক্রম দিবস উপলক্ষে দেশবাসীকে শুভ কামনা। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আমি তাঁর জীবন ও সাহসিকতার প্রতি আমার সম্মান জ্ঞাপন করছি। আমাদের দেশের স্বাধীনতার জন্য তাঁর নিষ্ঠা ও আত্মবলিদান সর্বদাই আমাদের অনুপ্রাণিত করবে।’ পরে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেছেন মোদি-সহ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ বেশ কিছু সাংসদও।

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধন নিয়ে কড়া প্রতিক্রিয়া, কী বলল পাকিস্তান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement