সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ককে যেন নিজের কাছে বার বার টেনে আনেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আর এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় একটা টুইটই যথেষ্ট! হ্যাঁ, এবারটিও একটা টুইটেই বিতর্কের মুখে পড়লেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বইয়ের প্রচার করতে গিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়লেন বিবেক। তবে এবারটি চুপ করেই থাকতে হল পরিচালককে।
কী ঘটেছে?
সম্প্রতি লেখক সুভাষ কাকের লেখা ‘দ্য আইডিয়া অফ ইন্ডিয়া’ বইয়ের প্রচারে ব্যস্ত বিবেক অগ্নিহোত্রী। সোশ্য়াল মিডিয়ার পেজেও এই ছবির প্রচার করতে গিয়ে ব্যস্ত হয়েছেন বিবেক। আর ঠিক এই সময়ই কাণ্ডটা ঘটিয়ে ফেললেন পরিচালক। হঠাৎ করেই এক টুইটে বিবেক লিখলেন, যাঁদের এই বইটি কেনার সামর্থ নেই, তাঁদের এই বই বিনা পয়সায় দেব আমি। ব্যস, এই টুইটেই নেটিজেনদের একাংশ খেপে গেলেন। অনেকে বললেন, বই না দিয়ে যাঁদের খাদ্যের প্রয়োজন, তাঁদের খাবার দিন। এর উত্তর অবশ্য বিবেক দিয়েছেন। তিনি লেখেন, আমিই সব করব, আপনারাও করুন!
[আরও পড়ুন: সলমনের ছবির গানে নার্সারির ছড়ার ব্যবহার, ভাইজানের উপর বিরুক্ত শিশু কল্যাণ সংগঠন]
এরপরই বোমা। এক নেটিজেন বিবেককে উদ্দেশ্য করে লিখলেন, আপনি দেশের জন্য কী করেছেন? এত কথা কীসের! এর উত্তরে অবশ্য চুপই থাকেন পরিচালক। নিন্দুকরা বলছে, এবার ঠেলা বুঝেছেন পরিচালক!