shono
Advertisement

Breaking News

আজব নেটদুনিয়া! ফতিমার ‘দঙ্গল’ লুকের সঙ্গে করা হল শুভমন গিলের তুলনা

ক্রিকেটার আর অভিনেত্রীর এমন তুলনা দেখে কী মন্তব্য নেটিজেনদের?
Posted: 05:05 PM Sep 20, 2023Updated: 05:14 PM Sep 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজব এই ভারচুয়াল দুনিয়া। কীই না হতে পারে এখানে? বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে ক্রিকেটার শুভমান গিলের মুখের মিলও খুঁজে পান কেউ কেউ। হ্যাঁ, গল্প হলেও সত্যিইর মতো এমন ঘটনা ঘটেছে। ছবি দেখে নিশ্চয়ই আনন্দ করতে পারছেন।

Advertisement

ভারতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill)। নানা সময়ে তাঁর ব্যাটে রানের ফোয়ারা দেখা যায়। এমন ক্রিকেটারের সঙ্গে ফতিমার ‘দঙ্গল’ লুকের তুলনা করা হয়েছে। আমির খানের সিনেমায় কুস্তিগীর গীতা ফোগটের চরিত্রে অভিনয় করেছিলেন ফতিমা। এর জন্য মাথার চুল কেটে ফেলেছিলেন। সেই লুকের সঙ্গেই শুভমন গিলের একটি ছবি পাশাপাশি এডিট করা হয়েছে।

[আরও পড়ুন: আম্বানিদের অনুষ্ঠানে শাহিদের ফটোসেশনের মাঝে ঢুকে পড়লেন হার্দিক-ঈশান, তারপর…]

ক্রিকেটার আর অভিনেত্রীর এমন তুলনা দেখে হাসির রোল নেটদুনিয়ায়। কেউ ‘দঙ্গল’ সিনেমার সংলাপ পালটে রসিকতা করেছেন, কেউ আবার লিখেছেন, “নানা ‘দঙ্গল’-এ ফতিমাকে ওর (শুভমান) থেকে অনেক বেশি হ্যান্ডসাম লেগেছিল।” একজন আবার লিখেছেন, “ভালই হল এবার ফতিমা গিলের বায়োপিকে অভিনয় করতে পারবেন।”

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ফতিমা। তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। ‘দঙ্গল’-এর সাফল্যের পর ‘লুডো’, ‘অজিব দাস্তানস’, ‘থর’-এর মতো সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। আগামীতে ভিকি কৌশলের ‘শ্যাম বাহাদুর’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। আমির খানের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনাও একাধিকবার শোনা গিয়েছে। তবে তার সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

[আরও পড়ুন: ‘সেক্স, ক্রাইম দেখে দর্শকের যেন আশ মিটছে না’, সিনেমা-সিরিজের উগ্রতা ক্ষুব্ধ মমতা শঙ্কর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement