shono
Advertisement

Breaking News

Coronavirus Update: নমুনা পরীক্ষা কমলেও দৈনিক পজিটিভিটি রেট বাড়ল সামান্য, রাজ্যে করোনায় মৃত্যু শূন্য

করোনা আক্রান্ত হয়েছেন ৩১ জন।
Posted: 08:33 PM May 23, 2022Updated: 08:46 PM May 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারও তিরিশের উপর রইল রাজ্যের দৈনিক করোনা  আক্রান্তের সংখ্যা। তবে গত কয়েকদিনের মতোই এদিনও বাংলায় করোনায় মৃতের সংখ্যা শূন্য। তবে চিন্তা বাড়িয়ে এদিনও সামান্য বাড়ল করোনার পজিটিভিটি রেট। তাৎপর্যপূর্ণভাবে রবিবারের তুলনায় এদিন অনেকটা কম ছিল করোনা নমুনা পরীক্ষার সংখ্যা। তার পরেও পজিটিভিটি রেট বাড়ায় চিকিৎসকমহলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

Advertisement

সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩১ জন। গতকালের তুলনায় টেস্টিং কমার পাশাপাশি কমেছে সংক্রমিতের সংখ্যাও। তবে দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) বেড়ে হল ০.৫৬ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ১২৪ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে রাজ্যে কোনও প্রাণহানি ঘটেনি। তবে সব মিলিয়ে এ রাজ্যে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৩ জন।

[আরও পড়ুন: মাঠের মধ্যেই বুকে ব্যথা, হাসপাতালে ভরতি শ্রীলঙ্কার ক্রিকেটার]

বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড (COVID-19) থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ৩৫৪ জন। হাসপাতালে ভরতি ২৩ জন করোনা আক্রান্ত। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৭ হাজার ৫৪৪ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া ৩৭৮ জন।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫২ লক্ষ ৪৩ হাজার ৪৭২টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৪ হাজার ১৬১ জন।

[আরও পড়ুন: জাতীয় দলে কাশ্মীরের উমরান মালিক, ‘পুরো দেশের সমর্থন পেয়েছে’, আবেগে ভেসে বললেন বাবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement