সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জের৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল নিউ আলিপুর-মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলাচল৷ রেলের চিফ ব্রিজ ইঞ্জিনিয়ারের রিপোর্টের উপর নির্ভর করবে আবার কবে থেকে স্বাভাবিক হবে ট্রেন চলাচল৷ বৃহস্পতিবার একথা জানালেন শিয়ালদহ শাখার ডিআরএম৷
[সেতু বিপর্যয়ের তদন্তভার গেল দুঁদে গোয়েন্দাদের হাতে, সিট গঠন পুলিশের]
বৃহস্পতিবার রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ শুনিয়েছেন শিয়ালদহ শাখার ডিআরএম৷ তিনি জানিয়েছেন, মাঝেরহাট ব্রিজের নিচেই রয়েছে রেললাইন৷ তাই তিনি সাফ জানিয়ে দেন ব্রিজ বিপর্যয়ের জেরে আপাতত নিউ আলিপুর থেকে মাঝেরহাট পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে৷ রেলের চিফ ব্রিজ ইঞ্জিনিয়াররা আগে ওই ব্রিজ পরিদর্শন করবেন৷ ব্রিজের যে অংশটি রেললাইনের উপর দিয়ে গিয়েছে, ওই অংশের স্বাস্থ্য পরীক্ষা করবেন তাঁরা৷ রেলের চিফ ব্রিজ ইঞ্জিনিয়ার ফিট সার্টিফিকেট দিলে, তবেই আবারও নিউ আলিপুর থেকে মাঝেরহাট পর্যন্ত চালানো হবে ট্রেন৷ স্বাস্থ্য পরীক্ষায় ফিট সার্টিফিকেট না পাওয়া গেলে, ব্রিজ সংস্কারের উপরই নির্ভর করা হবে৷ সংস্কার বা নতুন করে ব্রিজ তৈরির পর যেদিন মাঝেরহাট ব্রিজ চালু হবে, সেদিনই আবারও নিউ আলিপুর থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে৷
[‘রাইটস’-র রিপোর্টে উদ্বেগ, দুর্বলতার নিরিখে প্রথম বঙ্কিম সেতু]
শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম ছিল মাঝেরহাট ব্রিজ৷ মঙ্গলবার বিকেলের দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজের একাংশ৷ তার জেরে ওইদিনই থমকে যায় গোটা শহর৷ ব্যাঘাত ঘটে যান চলাচলেও৷ সমস্যায় পড়েন আমজনতা৷ তার পরেরদিন থেকে ঘুরপথে বিভিন্ন রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ৷ ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে রীতিমতো নাকানিচোবানি খেতে হচ্ছে পথচলতি মানুষকে৷ অফিস টাইমে সামান্য দূরত্ব পৌঁছাতেও কম করে আধঘণ্টা সময় লাগছে সকলের৷এদিকে, শিয়ালদহ শাখার ডিআরএমের এই মন্তব্যে দুশ্চিন্তায় পড়েছেন রেল যাত্রীরা৷ কতদিন ধরে ভোগান্তি চলবে, সেই প্রশ্নের উত্তরের খোঁজে রয়েছেন তাঁরা৷
The post ব্রিজ বিপর্যয়ের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ আলিপুর-মাঝেরহাট ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.